সেই জাভেদ এখন মারকুটে ওপেনার!

একসময় তিনি অনুশীলনে ছক্কা মারলেও সবাই অবাক হতো। আজ সেই জাভেদ ওমর দশ ওভার দশ বলের ক্রিকেটে ঝড় বইয়ে দিচ্ছেন!

জাভেদ ওমর বেলিম আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ খেলেছেন এক যুগ আগে। ঘরোয়া ক্রিকেটও ছেড়েছেন তাঁর বছর চারেক পর। ধীরগতির ইনিংস খেলার জন্য ক্যারিয়ার জুড়ে আলোচিত সমালোচিত একটি নাম ছিলেন জাভেদ ওমর। তবে ক্রিকেট ছাড়ার এতো দিন পর এসে কক্সবাজারে দেখা মিলছে ভিন্ন এক জাভেদের।

সাবেক কিংবদন্তী ক্রিকেটারদের নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে লিজেন্ড’স চ্যাম্পিয়ন’স ট্রফি। এই টুর্নামেন্টেই ব্যাট হাতে বাজিমাত করেছেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান। টুর্নামেন্টে নিজেদের তিনটি ম্যাচেই ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেছেন জাবেদ ওমর বেলিম।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে ৩২ বলে ৭ টি চার ও ১ টি ছয়ের সাহায্যে ৪৯ রান করার পর আজকে নিজেদের দুই ম্যাচেই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সাবেক এই ওপেনার। দিনের প্রথম ম্যাচে মাত্র ৪০ বলে ৭৭ রানের দারুণ এক ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচেও ৩৫ বলে ৬৭ রান করেছেন তিনি।

জাভদের এমন ইনিংসের পরেও দিনের প্রথম ম্যাচে নারায়নগঞ্জ ওয়ারিয়র্সের কাছে ৪ উইকেটে হেরেছে তাঁর দল জেমকন টাইটান্স। জাভেদের ৭৭ রানে ভর করে নির্ধারিত ৭০ বলে ১০৬ রান সংগ্রহ করে টাইটান্স। জবাবে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়ারিয়র্স। ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন সুমন ভূঁইয়া।

তবে প্রথম ম্যাচে জাভেদের ইনিংস বৃথা গেলেও দ্বিতীয় ম্যাচে জাবেদের ইনিংসে ভর করে ৪৯ রানের বড় জয় জয় পেয়েছে জেমকন টাইটান্স। টাইটান্সের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৬৭ রান সংগ্রহ করে জাদুবে স্টার্স। ম্যাচ সেরা হয়েছেন জাভেদ ওমর।

দিনের তৃতীয় ম্যাচে বৈশাখী বেঙ্গলসকে ৫ উইকেটে হারিয়েছে নারায়নগঞ্জ ওয়ারিয়র্স। ৩৬ রান করে ম্যাচ সেরা হয়েছেন সুমন ভূঁইয়া।

দিনের আরেক ম্যাচে একমি স্টাইকার্সকে ২৮ রানে হারিয়েছে এক্সপো রাইডার্স। ৩ উইকেট হারিয়ে ১১১ রান করে এক্সপো রাইডার্স। জবাবে ৬ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে একমি স্টাইকার্স। ২৬ রান ও ১ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন ফয়সাল হোসেন।

আজ শেষ হয়েছে গ্রুপের পর্বের খেলা। আগামীকাল প্রথম সেমিফাইনালে খালেদ মাহমুদ সুজনের এক্সপো রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে হাবিবুল বাশার সুমনের জেমকন টাইটান্স। আর দ্বিতীয় সেমিফাইনালে নাঈমুর রহমান দূর্জয়ের নারায়নগঞ্জ ওয়ারিয়র্সের মুখোমুখি হবে খালেদ মাসুদ পাইলটের একমি স্টাইকার্স। সেমিফাইনাল শেষে জয়ী দুই দল আগামীকালই শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।

এছাড়াও টুর্নামেন্ট থেকে বাদ পড়া দুই দল বৈশাখী বেঙ্গলস ও জদুবে স্টার্সের বোল ফাইনালও অনুষ্ঠিত হবে আগামীকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link