উচ্ছ্বসিত কলকাতা ও সাকিব

নিলামে কলকাতায় বিক্রি হবার পরই নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘কলকাতার হয়ে আবারো আইপিএল খেলবো তাই বেশ উচ্ছ্বসিত আমি। আশা করি ২০১২ ও ১৪ সালের মতো (যে দু'বার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম) আবারো সেরাটা দিতে পারবো।’

তিন আসর পর আবারো কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফিরেছেন সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর এবারের আসরের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ১৪ সালে কলকাতার আইপিএল ট্রফি জয়ে বেশ বড় ভূমিকা পালন করেন সাকিব। তাই পুনরায় কেকেআরে ফেরায় সাকিবকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কলকাতা এবং সাকিব নিজেও রোমাঞ্চিত।

নিষেধাজ্ঞার কারণে গত আইপিএলে অংশ নিতে পারেননি সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরেই জিতে নেন সিরিজ সেরার পুরষ্কার। অনেকটা নবাবের বেশেই আন্তর্জাতিক ক্রিকেটে পুনরায় পদার্পণ করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

এবারের আসরের নিলামের আগে থেকেই ধারণা করা হচ্ছিলো চড়ামূল্য বিক্রি হবেন সাকিব। তবে আইপিএলের শেষদিকে বাংলাদেশের লংকা সফর থাকায় নিলামের একদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে বাংলাদেলি খেলোয়াড়দের আইপিএলে পূর্ণ সময় না থাকার কারণে তাদের দলে নেওয়ার ব্যাপারে হিসাব-নিকাশ করতে বলা হয়।

যার দরুন তিনি তার প্রাপ্য মূল্য থেকে অনেক কম দাম পেয়েছেন বলে ধারণা করছে ক্রিকেট বিশ্লেষকরা। পরে অবশ্য জানা গেছে, সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবেন না; আইপিএলেই থাকবেন। তাকে দলে নিতে পাঞ্জাবের সাথে লড়াই করেছে কলকাতা। তবে শেষ পর্যন্ত তাকে কিনে নেয় কলকাতা আর তাই আবারো তিন আসর পর কলকাতা শিবিরে ফিরছেন সাকিব।

দলে নেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং টুইটারে কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল পেইজ থেকে সাকিবকে উদ্দেশ্যে করে বলা হয় ‘ঘরের ছেলে ঘরে ফিরে আসছে।’ এছাড়া টুইট করেছে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামও বলেন, ‘স্বাগতম জানাই সাকিবকে। তার আছে অভিজ্ঞতা, কোয়ালিটি এবং সামর্থ্য!’

এছাড়া কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ সাবেক ভারতীয় ক্রিকেট অভিষেক নায়ারও সাকিবকে দলে পেয়ে বেশ খুশি। অভিষেক নায়ার বলেন, ‘সে ইতিমধ্যেই এই দলের হয়ে খেলেছে, ভালো বোঝাপড়াও আছে৷ তার অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে যা আমরা কাজে লাগাতে পারবো। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে সাকিব উপরের দিকে ব্যাট করে, আমরা তাকে একই ভাবে ব্যবহার করতে পারবো। সে পাওয়ারপ্লেতে বলও করতে পারে, সে একাই ৩-৪জন বিদেশী খেলোয়াড়ের জায়গা নিতে পারে৷ যে মূল্যে আমরা তাকে পেয়েছি আমরা বেশ উচ্ছ্বসিত। আমরা নেতৃত্ব ও অভিজ্ঞতাসম্পন্ন একজনকে চাচ্ছিলাম, সাকিবের সামর্থ্য নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। যে ভ্যালু টা সাকিব আমাদের জন্য এনেছে এটাই চাচ্ছিলাম আমরা। সে একজন চ্যাম্পিয়ন।’

নিলামে কলকাতায় বিক্রি হবার পরই নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘কলকাতার হয়ে আবারো আইপিএল খেলবো তাই বেশ উচ্ছ্বসিত আমি। আশা করি ২০১২ ও ১৪ সালের মতো (যে দু’বার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম) আবারো সেরাটা দিতে পারবো।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...