সব দোষের দোষী পান্ডিয়া নন

দল টেবিলের তলানিতে। দায়ভার সব অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উপর। এমনটা মানতে নারাজ ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। তাঁর মতে সবাই হার্দিকের ব্যর্থ দিকগুলোই দেখছে। তবে এড়িয়ে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের দলগত পারফরম্যান্সের দিকটি।

সময়টা খারাপ যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের। সেই সাথে হার্দিক পান্ডিয়ারও। তাঁর এই বিপদে পাশে দাড়ালেন বীরেন্দ্র শেবাগ। তাঁর মতে মুম্বাইয়ের ব্যর্থতার জন্য শুধু হার্দিকই দায়ী নয়। দলের অন্যান্য সদস্যদেরও দায় রয়েছে এখানে। হার্দিক যে চাপের মুখে সংগ্রাম করে যাচ্ছেন সেই বিষয়টির ইঙ্গিত দিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।

এই বিষয়ে শেবাগ বলেন, ‘আমার মনে হয় না সে (হার্দিক) কোনো চাপে আছে। এমনটা হতে পারে সে তাঁর ব্যক্তিগত প্রত্যাশা মেটাতে ব্যর্থ হচ্ছে। তবে মুম্বাই ইন্ডিয়ান্স এমন অবস্থায় এর আগেও মুখোমুখি হয়েছে। যেখানে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা কোনো রান করতে পারেননি। এমনকি গত দুই তিন বছর যাবত রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই কোনো শিরোপা পায়নি।’

হার্দিকের নেতৃত্ব নিয়ে শেবাগ যোগ করে বলেন, ‘যদি হার্দিক প্রত্যাশা বেশি করে, সে যদি রান না পায়, উইকেট না পায় এবং মনে করে দল তাঁর কারণেই বারবার হেরে যাচ্ছে। তবে তা ভুল ধারণা।’

২০২০ সালে সর্বশেষ ট্রফির দেখা পেয়েছিল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে হার্দিকের মুম্বাই প্রত্যাবর্তন আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এই আসরেই অত্যন্ত সফল অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে হার্দিককে দায়িত্ব দেয় মুম্বাই। আর তাঁরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহাসের পাত্র বনে যায় হার্দিক পান্ডিয়া।

তাঁর নেতৃত্বে এই পর্যন্ত আট ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে মুম্বাই। সর্বশেষ তাঁর রাজস্থান রয়্যালসের কাছে হেরে যায়। ২০২৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হার্দিকের পরিসংখ্যানটা খুব একটা সুবিধাজনক নয়।

তিনি এই ৮ ম্যাচে ২১.৫৭ স্ট্রাইক রেট করেন ১৫১ রান। যেখানে নেই একটি অর্ধশতকও। আবার বল হাতেও একই অবস্থা পান্ডিয়ার। প্রতি ম্যাচেই বল করে ১১ ইকোনমিতে নেন মাত্র চারটি। তবে সব ভুলে ক্যাপ্টেন পান্ডিয়া আগামী ম্যাচগুলোতে আবারো আপন শক্তিতে জ্বলে উঠবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link