হতে হতে বড় ইনিংস হচ্ছিল না ড্যারিল মিশেলের। তাই তো ইনিংস বড় করার ক্ষুধাটা তাঁর অনেক দিনের। সেই ক্ষুধা মেটালেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর মোটেও আশানুরুপ যাচ্ছিল না ড্যারিল মিশেলের। কেননা এই পর্যন্ত সবে মাত্র একটি ম্যাচে ত্রিশ রানের কোঠা পার হয়েছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে অবশেষে মিশেল দেখা পেলেন অর্ধ শতকের।
চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদকে ২১৩ রানের লক্ষ্য মাত্রা ছুড়ে দেয় চেন্নাই। বিশাল এই রান গড়ার পিছনে কার্যকরী ভূমিকা পালন করেন অধিনায়ক রুতুরাজ গায়কড়ের ৯৮ রানের ইনিংস। তীরে এসে তরী ডুবে যায় গায়কড়ের। তাছাড়া মিশেলের অর্ধশতক আর শিভম দুবের পরিচিত দুর্দান্ত ইনিংসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে স্বস্তির বিষয় রানের চাকা আবারো সচল হল মিশেলের। এই ম্যাচে ৩২ বলে ১৬২.৫০ স্ট্রাইক রেটে ৭ চার এবং ১ ছক্কায় তিনি করেন ৫২ রান। তবে অর্ধশতক হাঁকানোর পর পরই সাঝ ঘরে ফিরেন এই ব্যাটিং অলরাউন্ডার।
জয়দেব উনাদকাতের বল ভালোভাবে ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি তিনি। বল ভাসিয়ে দেন আকাশে। আর সেই ভাসমান বল তালু বন্দী করতে তিল পরিমাণ ভুলও করেননি নিতিশ কুমার রেড্ডি। এবারের আসরে মিশেলের আইপিএল পরিসংখ্যান আহামরি কিছু নয়।
৮ ম্যাচে করেছেন মাত্র ১৭২ রান। ২৮.৬৭ গড়ে ১২৬.৪৭ স্ট্রাইক রেটে ব্যাট করেন এই অলরান্ডার ব্যাটার। বল হাতে নেন মাত্র একটি উইকেট। অর্থাৎ মিশেলের আইপিএল জিবনে তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টির মত এই অর্ধশতক। তাই আগামী ম্যাচগুলোতে রানের এই ধারা অব্যাহতই রাখতে চাইবেন ড্যারিল মিশেল।