হংকং সিক্সেস থেকে আইপিএল

একবিংশ শতাব্দীর একদম শুরুর দিকে হংকং ক্রিকেটের সিক্সেস নামে একটি টুর্নামেন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। নব্বই দশকে এই টুর্নামেন্ট বেশ জমজমাট ছিল। মাত্র ছয় জন ক্রিকেটার নিয়ে এই টুর্নামেন্ট বেশ সাড়া ফেলেছিল। এখানে প্রতিটি ম্যাচ হতো পাঁচ ওভারের এবং একজন বোলার সর্বোচ্চ এক ওভারই করতে পারতেন।

ভারতেরও বেশ কয়েকজন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় ক্রিকেটারকে খেলতে দেখা গিয়েছে হংকং ক্রিকেট সিক্সেসে। যারা পরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলেছেন। তাঁদের নিয়েই আমাদের এবারের আয়োজন।

  • মহেন্দ্র সিং ধোনি

অবাক হলেও সত্যি যে, হংকং এর এই টুর্নামেন্টে খেলেছেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার। তাঁর অধিনায়কত্বেই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে এর আগেই ২০০৪ সালে এই টুর্নামেন্টে খেলতে নিয়ে যাওয়া হয়েছিল ধোনিকে। স্বাভাবিক ভাবেই ধোনি বল হিট করতে পারার ক্ষমতা কাজে লাগানোর জন্যই তাঁকে নেয়া হয়েছিল।

  • দীনেশ কার্তিক

ভারতের আরেক জনপ্রিয় উইকেটরক্ষক ব্যাটসম্যানের নাম দীনেশ কার্তিক। ২০১১ সালে হংকং এর এই টুর্নামেন্টে ভারতের অধিনায়ক ছিলেন দীনেশ কার্তিক। তাঁর কয়েকটি ঝড়ো ইনিংসে বেশ ভালোই করেছিল ভারত। এছাড়া ২০০৮ সাল থেকেই নিয়মিত আইপিএল খেলছেন এই ব্যাটসম্যান। কয়েকটা ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্বও করেছেন।

  • মায়াঙ্ক আগারওয়াল

এই মুহূর্তে ভারতের টেস্ট দলের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। এছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেও বেশ সফল এই ব্যাটসম্যান। ২০১১ সালে দীনেশ কার্তিকের নেতৃত্বে যে দলটি খেলতে গিয়েছিল সেই দলে ছিলেন মায়াঙ্ক আগারওয়ালও। তিনি বেশ ভালো কয়েকটি ক্যামিও খেলেছিলেন ওই টুর্নামেন্টে।

  • অনিল কুম্বলে

ভারতের এই কিংবদন্তি স্পিনারকেও পাঁচ ওভারের টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছে। এমনকি তাঁর নেতৃত্বেই কয়েকবার ভারত এই টুর্নামেন্ট খেলেছিল। ওদিকে আইপিএলের প্রথম তিন আসরেও খেলতে দেখা গিয়েছে এই স্পিনারকে। এরপর থেকে শুরু করে তিনি এখন অবধি আইপিএলেই কোচিং করান।

  • মানিশ পান্ডে

২০০৯ সালে আইপিএলে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দেখা পান মানিশ পান্ডে। একই বছর অনিল কুম্বলের নেতৃত্বে হংকং এর সেই টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন তিনি। এই টুর্নামেন্টে বেশ কয়েকবার ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন মানিশ পান্ডে।

  • শচীন টেন্ডুলকার

ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানও খেলেছিলেন এই টুর্নামেন্টে। নব্বই এর দশকের জনপ্রিয় এই টুর্নামেন্টে ভারতের হয়ে খেলতে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার। এছাড়া আইপিএলে তো মুম্বাইয়ের হয়ে খেলেছেনই। মুম্বাইয়ের হয়ে আইপিএলের শিরোপাও জিতেছেন শচীন। এখন তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলের মেন্টর।

  • স্টুয়ার্ট বিনি

স্টুয়ার্ট বিনি আইপিএল, আইসিএল এবং হংকং ক্রিকেট সিক্সেসেও খেলেছেন। অভিনব এক নজীর বলা যায়। ভারতের ক্রিকেটে এক পরিচিত নাম স্টুয়ার্ট বিনি। পাঁচ ওভারের এই টুর্নামেন্টেও ভালো কিছু পারফর্মেন্স ছিল তাঁর। ব্যাট ও বল দুই ডিপার্টমেন্টের তাঁর অবদান ছিল।

  • সুনীল যোশি

ভারতের ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তি তুল্য ক্রিকেটারের নাম সুনীল যোশি। ভারতের এই ক্রিকেটারও বেশ কয়েকবার হংকং এর এই টুর্নামেন্টে খেলেছিলেন। বাঁ-হাতি এই স্পিনার আইপিএলেও শুরুর দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। এরপর কোচিংও করিয়েছেন।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link