কঠিন দু:সময় চলছে বাংলাদেশের ক্রিকেটে। হারিয়েছে সোনালি অতীত, বরণ করেছে পরাজয়ের লজ্জা। র্যাংকিংয়ে ১৯ নাম্বারে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবার সিরিজ হেরে তা প্রমাণ করলো বাংলার টাইগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক দিন। তাইতো স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলেই প্রস্তুতিটা সারতে চেয়েছিল চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের প্রস্তুতির ফলাফল হিসিবে পেল এক রাশ লজ্জা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩ বল হাতে আর ৫ উইকেট হাতে রেখেই জয় পায় যুক্তরাষ্ট্র। তাই হয়তো বাংলাদেশের দলপতি নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্তকেই নিরাপদ মনে করেন। কিন্তু বাংলাদেশের বাস্তবতা বড়ই করুণ। দ্বিতীয় ম্যাচে টাইগাররা পড়ে অলআউটের লজ্জায়।
যুক্তরাষ্ট্রের দেয়া ১৪৫ রানের লক্ষ্যকে সহজই ভেবেছিল শান্ত-হৃদয়রা। তবে যুক্তরাষ্ট্রের বোলারদের বিচক্ষণ বোলিংয়ে ১০ উইকেটই বিলিয়ে দেয় বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বাংলাদেশ তাঁদের পরাজয়ের মুকুটে যুক্ত করে আরও একটি পালক।
বাংলাদেশ টি-টোয়েন্টিতে আহারমরি কোনো জয় কখনোই পায়নি। তবে এমন লজ্জার হারও কখনোই হারেনি বাংলাদেশ। কেননা বাংলাদেশের র্যাংকিং এবং অভিজ্ঞতার সামনে যুক্তরাষ্ট্র খুবই নগণ্য। তবে সময়ের সাথে সাথে বাংলাদেশের ক্রিকেট অধপতনের সুর বেজে উঠছে। খেই হারিয়েছে এদেশের ক্রিকেট।
বাংলাদেশের জন্য ক্রিকেট শুধুই একটা খেলা নয়। বরং বাংলাদেশীদের জন্য ক্রিকেট এক আবেগের নাম। বিশ্বকাপকে সামনে রেখে সাকিব- শান্তদের এই করুন দশা কোটি ক্রিকেট প্রেমীদের মনে আঘাত হানে। বাংলাদেশের এই হার যতটা লজ্জার, ততটাই ভাবনার বিষয়। তাই প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের ক্রিকেট কি তবে সত্যিই পতনের দুয়ারে?