হার্দিক পান্ডিয়ার সংসারে আগুন!

হার্দিক এবং তার স্ত্রী সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ আলাদা হয়ে গিয়েছেন!

২০২৪ সালের আইপিএল উপলক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু সেই অভিজ্ঞতা সুখকর হয়নি, পুরো আসর জুড়ে কঠিন সময় কাটিয়েছেন। ব্যাটে বলে ছন্দ হীন থাকার পাশাপাশি নেতৃত্বের পরীক্ষাতেও ব্যর্থ হয়েছেন তিনি। তবে এবার সেসবকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে তাঁর ব্যক্তি জীবন, শোনা যাচ্ছে দাম্পত্য জীবন নিয়ে একদমই স্বস্তিতে নেই এই তারকা।

ঘটনার সূত্রপাত একটি রেডিট পোস্টকে ঘিরে। সেখানে দাবি করা হয় যে, হার্দিক এবং তার স্ত্রী সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ আলাদা হয়ে গিয়েছেন। আনুষ্ঠানিক কোন তথ্য পাওয়া না গেলেও পোস্ট অনুযায়ী জানা গিয়েছে, দু’জন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একে অপরকে নিয়ে ছবি বা ভিডিও প্রকাশ করা বন্ধ করে দিয়েছেন।

সবচেয়ে অবাক করার বিষয় নাতাসা তাঁর ইনস্টাগ্রামের বায়ো থেকে পান্ডিয়া উপাধি সরিয়ে দিয়েছেন। একইসাথে এই ক্রিকেটারের ছবিও নিজের ওয়াল থেকে সরিয়ে দিয়েছেন।

একই রকম ইঙ্গিত পাওয়া গিয়েছে মুম্বাইয়ের কাপ্তানের দিক থেকেও। গত ৪ মার্চ প্রিয়তমার জন্মদিন হলেও সামাজিক মাধ্যমে কিছু পোস্ট করেননি তিনি। অর্থাৎ তাঁদের ব্যক্তিগত দূরত্ব এখন প্রায় ওপেন সিক্রেট।

এই জুটি ২০২০ সালের মে মাসে গাঁটছড়া বাঁধেন। তারপর একই বছরের ৩০ জুলাই তাদের আদরের ছেলে অগস্ত্যের জন্ম হয়। নিজেদের সম্পর্ককে আরো মজবুত করতে ২০২৩ সালে একটি ব্রত নবায়ন অনুষ্ঠানও পালন করেছিলেন তাঁরা।

এখানেই শেষ নয়, আইপিএল চলাকালীন কয়েকটি গণমাধ্যমে একটি খবর ছড়িয়েছিল যে হার্দিক দেউলিয়া হয়ে গিয়েছেন তাঁর সৎ ভাই বৈভব পান্ডিয়ার প্রতারণার কারণে। তবে সব গুঞ্জন পাশে সরিয়ে তাঁকে এখন মনোযোগ দিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে, কেননা ভারতের সহ অধিনায়ক তিনি। এই অলরাউন্ডারের দিকে তাই বাড়তি নজর ভারতীয় সমর্থকদের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...