টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, উত্তেজনার মাত্রা ততই বাড়ছে। টুর্নামেন্টে কে হবে সর্বাধিক রান সংগ্রাহক, কেই বা হবেন সর্বোচ্চ উইকেট শিকারী? তা নিয়েই আলোচনা চলছে ক্রিকেট মহলে। ক্রিকেট বিশেষজ্ঞরা জানাচ্ছেন তাঁদের নিজস্ব ভবিষ্যদ্বাণী। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংও সম্প্রতি জানালেন তাঁর মতামত। পন্টিংয়ের মতে এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারেন ভারতের জাসপ্রিত বুমরাহ। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফর্ম্যান্স করেন ডান হাতি এই বোলার। বল হাতে এই ভারতীয় ১৩ ম্যাচে ২০ টি উইকেট। আবার রান খরচের ক্ষেত্রেও ছিলেন বেশ মিতব্যয়ী। মাত্র ৬.৪৮ ইকোনমিতে বল করেন পুরো টুর্নামেন্ট জুড়ে। বুমরাহ সম্পর্কে অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি বলেন, ‘আমার মতে এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হবেন জাসপ্রিত বুমরাহ। সে একজন অসাধারণ খেলোয়াড়। বেশ অনেক বছর যাবত দেশের জন্য খেলে যাচ্ছেন। কিছু দিন আগেই আইপিএলে অসাধারণ এক মৌসুম কাটিয়েছেন। সে নতুন বলে বেশ পারদর্শী, রান খরচেও মিতব্যয়ী, উইকেটও পায় নিয়মিত। তাই আমার পছন্দের তালিকায় বুমরাহই থাকবে।’ আর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রেখেছেন স্বদেশী ট্রাভিস হেডকে। রিকি পন্টিং এই বাঁ হাতি ব্যাটার সম্পর্কে বলেন, ‘আমার মতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় থাকবে ট্রাভিস হেড। সে গত কয়েক বছরে রঙ্গিন কিংবা সাদা পোষাকে দুর্দান্ত সময় কাটিয়েছে। সে বর্তমান সময়ের একজন ভয়ডরহীন ক্রিকেটার।’ গত বছর বিশ্বকাপের শুরুর দিকে সময় মাথায় চোট পান হেড। তবুও অস্ট্রেলিয়া তাঁকে দলের সাথে রেখেছিল। তিনিও সেই আস্থার পূর্ণ প্রতিদান দিয়েছেন। হেড ৫০ গড়ে, দুইটি শতক আর একটি অর্ধশতক করন সেই টুর্নামেন্টে। যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ১২৭.৫২। আবার সদ্য সমাপ্ত আইপিএলে তাঁর দল সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে মঞ্চে পৌছাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই টুর্নামেন্টে হেড ১৫ ম্যাচে ১৯১.৫৫ স্ট্রাইক রেটে করেন মোট ৫৬৭ রান। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আর তাইতো বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা তাই অপেক্ষায় আছেন, হেড -বুমরাহদের রান বন্যা কিংবা উইকেট নেওয়ার মিছিল দেখতে।