আইন বহির্ভূত কাজ হতে দেরী, ঘটনা স্থলে পুলিশ আসতে দেরী হয় না। এমন দৃশ্যই সচরাচর দেখা যায় হলিউডের সিনেমায়। অন্যায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পুলিশ বেশ কঠোর, তা সবারই জানা। তবে এবার তা পর্দায় নয়, বরং বাস্তবেই দেখলো ক্রিকেট বিশ্ব।
যুক্তরাষ্ট্রের মাটিতে ঘটলো এমনই এক ঘটনা। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মাঠে ছিল রোহিত শর্মার দল।
হঠাৎই মাঠের নিরাপত্তার জাল ভেদ করে প্রিয় খেলোয়াড় রোহিত শর্মাকে একবারের জন্যে ছুঁয়ে দেখতে ছুটে আসে তারই এক পাগল ভক্ত। বেশ অল্প সময়ের কথাও বলেন। তবে সাথে সাথেই মাঠে উপস্থিত হয় আমেরিকার একজন পুলিশ।
কিছুক্ষণ পর আরো কয়েকজন পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। রোহিতের সেই পাগল ভক্ত এক রকম ধস্তাধস্তিই শুরু করে তাঁদের সাথে। তবে আমেরিকার পুলিশ বলে কথা। সাথে সাথে তাঁরা হ্যান্ড-কাফ পড়িয়ে দেন, নিয়ে যান মাঠের বাইরে।
তবে রোহিত যেন ভক্তের মন বুঝতে পেরেছিলেন। তাই হয়তো সেই ভক্তকে সাবধানে নেয়ার কথাই ইঙ্গিত করেছিলেন। আর রোহিত ভক্ত এবং পুলিশের এমন আচরণ অবাক করেছে সবাইকে। তবে সবাই বিস্মিত হয়ে যুক্তরাষ্ট্রের পুলিশের তৎপরতাকে বেশ প্রশংসাও করেন।
তবে এবারের বিশ্বকাপে এমন উদ্ভট সব ঘটনার যা সাক্ষী হতে হবে তা এখন থেকেই আঁচ করা যাচ্ছে। আমেরিকার পুলিশের হাত থেকে যে রেহাই পাওয়ার কোনো সুযোগই থাকবে না তা বোঝাই যাচ্ছে। আমেরিকার পুলিশে হয়তো আবেগের চেয়ে আইন উর্দ্ধে।