জাসপ্রিত বুমরাহ, নি:সন্দেহে ভারতের অন্যতম সেরা বোলার। ভারত-পাকিস্তানের ম্যাচকে সামনে রেখে তাই তো তাঁকে নিয়ে বেড়েছে প্রত্যাশার চাপ। ভারতের সাবেক পেস বোলার শান্তাকুমারান শ্রীশান্তও জানালেন বুমরাহকে নিয়ে তাঁর প্রত্যাশার কথা।
ভারত-পাকিস্তানের ম্যাচ যতই ঘনিয়ে আসছে, চারিদিকে উত্তেজনা ততই বেড়ে যাচ্ছে। সেই উত্তজনার মিছিলে বাদ যাননি সাবেক ক্রিকেটাররাও। মতামত, পরামর্শ সবই দিচ্ছেন তাঁরা।
ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত মনে করেন, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বুমরাহকে দিয়ে ভারতের বোলিং শুরু করা উচিত। তাঁর প্রত্যাশা পাকিস্তানের বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে আউট করার গুরুদায়িত্বটা বুমরাহকেই নেয়া উচিত।
তাঁর মতে, প্রথম ওভারেই বুমরাহর হাতে বল তুলে দেয়া উচিত। কেননা তিনি নতুন বলে বেশ পারদর্শী। এই বিষয়ে শ্রীশান্ত বলেন, ‘কে নতুন বলে বল করছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর্শদীপ সিংকে প্রথমেই বল করতে দিলে পাকিস্তানের ব্যাটাররা তাঁর উপর চড়াও হতে পারেন। আর তাঁরা আক্রমণাত্মক ব্যাটিং শুরু করতে পারে। তাঁদের আগ্রাসী ব্যাটিং থামানো না গেলে ভারতকে সেটার মাশুল গুনতে হবে।’
বুমরাহকে বল দেয়ার ব্যাপারে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমি চাই বুমরাহ প্রথমেই বোলিংয়ে আসুক। সে নতুন বল হাতে দুর্দান্ত বল করে। বুমরাহ যদি আমার এই কথা শুনে থাকে, তবে দয়া করে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের উইকেট শিকার করো। তাছাড়া পাওয়ার প্লের শুরুতেই ভারতের প্রয়োজন উইকেটের। তাই বুমরাহই এই সময়ের উপযুক্ত বোলার।’
এই পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান মোট সাত বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে পাঁচ বার এবং পাকিস্তান জিতেছে মাত্র এক বার। আর একটি ম্যাচ ড্র হয়েছে। পাকিস্তান তাঁদের একমাত্র জয়টি পায় ২০২১ সালে।
ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন আকাশ ছুঁয়েছে। সেই সাথে বেড়েছে প্রত্যাশার চাপ। আর সেই প্রত্যাশার কতখানি খেলোয়াড়রা পূরণ করতে পারে সেটাই এখন দেখার বিষয়।