অনেকবার অনেকভাবে জল ঘোলা করার পর অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এই দলবদলের সূত্র ধরে এখন সৃষ্টি হয়েছে একাধিক প্রশ্ন। এই যেমন রিয়ালের একাদশের কোন পজিশনে খেলানো হবে তাঁকে, কোন জাার্সি নম্বর উঠবে তাঁর গায়ে?
এমবাপ্পে যখন এএস মোনাকোর হয়ে খেলতেন তখন থেকেই রিয়াল তাঁকে দলে নেয়ার ব্যাপারে আগ্রহী ছিল। তিনি নিজেও বিভিন্নভাবে স্পেনে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু দুইয়ে দুইয়ে চার মেলার জন্য অপেক্ষা করতে হয়েছে অনেকগুলো বছর, শেষমেশ অবশ্য ২০২৪/২৫ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই ফরাসি তারকার।
তবে পছন্দের জার্সি নিয়ে ঝামেলাতেই পড়েছেন তিনি, ফ্রান্স জাতীয় দলে তাঁর গায়ে শোভা পায় ‘নাম্বার টেন’ আর প্যারিস সেন্ট জার্মেইতে সাত নম্বর পরে খেলতেন তিনি। কিন্তু লস ব্ল্যাঙ্কোসদের শিবিরে দুইটি জার্সির একটিও খালি নেই।
ফাইনালের অন্যতম নায়ক এবং দলটির পোস্টার বয় ভিনিসিয়াস জুনিয়র এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক সাত নম্বর জার্সি গায়ে খেলছেন। তাঁর থেকে কেড়ে নিয়ে নবাগত তারকাকে জার্সি দেয়া হবে সেটা অমূলক ভাবনা বটে। অন্যদিকে বর্ষীয়ান লুকা মদ্রিচ দশ নম্বর জার্সির বর্তমান মালিক।
বাধ্য হয়ে তাই সাবেক পিএসজি স্ট্রাইকারকে নয় নম্বর জার্সি বেছে নিতে হচ্ছে। সবকিছু ঠিক থাকলে করিম বেনজেমার রেখে যাওয়া সংখ্যাটাই দেখা যাবে তাঁর পিঠে। অবশ্য মদ্রিচ আগামী মৌসুম শেষে দল ছাড়লে দশ নম্বর জার্সি নিতে পারবেন তিনি।
ফুটবলে জার্সি নম্বর গুরুত্বপূর্ণ বিষয় বটে, তবে পারফরম্যান্সের সাথে সেটার সম্পর্ক নেই। তাই তো কিলিয়ানের জার্সি নম্বর নয় বরং দুর্দান্ত পারফরম্যান্স দেখতেই মুখিয়ে আছে মাদ্রিদিস্তা। এখন দেখার বিষয় ফরাসি সেনসেশন আকাশসম প্রত্যাশার কতটুকু মেটাতে পারেন, তিনি কি জুড বেলিংহ্যাম হবেন নাকি ইডেন হ্যাজার্ড?