Social Media

Light
Dark

বাংলাদেশের প্রতি ‘বিমাতাসুলভ’ আইসিসি

ক্রিকেট ম্যাচের মোড় ঘোরাতে মাঠের উইকেটের খানিকটা উদ্ভট আচরণই যথেষ্ট। তাইতো কোচ-খেলোয়াড় সবাই ম্যাচের আগে পিচের অবস্থা দেখে বিভিন্ন পরিকল্পনা আর সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সিদ্ধান্ত নেয়ার সুযোগ থেকে যেন বঞ্চিত করা হলো বাংলার টাইগারদের।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যান্টিগায় সুপার এইটের পর্বে ভারতের মুখোমুখী হবে বাংলাদেশ। বাংলাদেশ- ভারতের ম্যাচকে সামনে রেখেই মাঠের উইকেট নিয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হয়। বেসরকারি গণমাধ্যমের সুত্র অনুযায়ী জানা যায়, সাংবাদিকরা অ্যান্টিগার উইকেটের অবস্থা দেখার সুযোগ পেয়েছে।

তবে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাতুরুসিংহে অ্যান্টিগার  মাঠের প্রবেশের ঠিক আগেই পিচ ঢেকে ফেলা হয়েছিল। খোদ টাইগার কোচই অনুমতি পাননি সেই পিচের অবস্থা দেখার।

আবার ভারতের খেলোয়াড়েরা সেন্ট্রাল উইকেটে অনুশীলন করার সুযোগ পেলেও বাংলার টাইগারাদের ভাগ্যে সেই সুযোগ পাওয়া হয়ে ওঠেনি। তবে গুরুত্বপূর্ন সেই ম্যাচের আগে এমন অপ্রত্যাশিত ঘটনা জনমনে জাগিয়েছে প্রশ্নের পাহাড়।

বাংলাদেশের প্রতি কেন এই বৈষম্য? কেন ভারতকে দেয়া হয়েছে বাড়তি সুযোগ? এমন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলার ক্রিকেটে প্রেমীদের মনে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ভারতের বিপক্ষে অভিযোগের শেষ নেই। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে  নির্দিষ্ট স্টেডিয়ামের খেলার সুবিধা, হোটেল থেকে প্র্যাক্টিস গ্রাউন্ডের দূরত্বের সুবিধা আবার ম্যাচের সময়ের সুবিধাসহ আরো বিভিন্ন অভিযোগের তীর এখন ভারতের দিকে। আর সেই তীরের নতুন পালক হিসেবে সংযুক্ত হলো, উইকেট দেখার ক্ষেত্রে ভারতের বাড়তি সুবিধার বিষয়টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link