বিশ্বকাপে মোয়া মুড়কির মত গোল করা কিলিয়ান এমবাপ্পে কি না ইউরো কাপে গোলই করতে পারেননি। অবিশ্বাস্য ব্যাপারটি এতদিন সত্যি ছিল বটে, তবে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজের প্রথম ইউরো গোলের স্বাদ পেয়েছেন তিনি। যদিও তাঁর গোল ছাপিয়ে ম্যাচের শিরোনাম হয়েছে পেনাল্টি নাটক – সবমিলিয়ে তিনটি স্পট কিকের দেখা মিলেছে এদিন।
বারো গজ দূর থেকে এমবাপ্পে গোল করার পর রবার্ট লেওয়ানডস্কিও সুযোগ পেয়ে যান পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরাতে। কিন্তু প্রথম দফায় তাঁর শট ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক, যদিও গোললাইন থেকে আগেই বেরিয়ে আসায় ভুল শুধরানোর সুযোগ পান পোল্যান্ড কাপ্তান। এরপর আর কোন গোল না হলে ১-১ স্কোরলাইন নিয়েই শেষ হয় দুই দলের লড়াই।
সেরা ষোলো নিশ্চিত করার লক্ষ্যে এদিন পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছিল ফ্রান্স। তবে ৪-৩-৩ ছকে সাজানো একাদশে ছিলেন না অ্যান্টনি গ্রিজম্যান, তাঁর পরিবর্তে খেলেছেন ব্র্যাডলি বারকোলা। অন্যদিকে পয়েন্টের খাতা খোলার দৃঢ় ইচ্ছে নিয়ে মাঠে নেমেছিল পোল্যান্ড, যদিও ৩-৪-২-১ ছকে সাজানো একাদশে রক্ষণভাগকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
শক্তিমত্তায় পার্থক্য থাকলেও দুই দল প্রথমার্ধে লড়েছে সমানে সমানে; গোল হতে পারতো যে কারো। আক্রমণ আর প্রতি-আক্রমণে ম্যাচও জমে উঠেছিল সেসময়। তবে উদযাপনের উপলক্ষ আসার আগেই বিরতির বাঁশি বাজিয়ে দেন রেফারি।
যদিও ৫৫ মিনিটের মাথায় ভুল করে বসেন পোলিশ ডিফেন্ডার জ্যাকব কিউর। ডি বক্সে উসমান ডেম্বেলেকে ফাউল করে বসেন তিনি; অতঃপর পেনাল্টি হয়ে এমবাপ্পের গোল। মিনিট বিশেক পর আবারো উপমেকানোর কল্যাণে পেনাল্টি নাটক, আর এর সুবাদে সমতায় আসে পোল্যান্ড।
যদিও লাভ হয়নি কিছুই, টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হয়েছে তাঁদের। অন্যদিকে রানার আপ হয়ে শেষ ষোলোতে জায়গা পেয়েছে ফরাসিরা। আপাতত সেদিকেই মনোযোগ দিতে হচ্ছে দিদিয়ের দেশ্যম শিষ্যদের।