একটা সময় গোলের সুযোগ হাতছাড়া করবার জন্যে বহু কটু কথা শুনেছেন লাউতারো মার্টিনেজ। সেই তিনিই এখন বনে গেছেন আর্জেন্টিনার জয়ের নায়ক। সেই লাউতারো এখন জয়সূচক গোলগুলো আদায় করে নিচ্ছেন আকাশী নীলদে হয়ে। বাকিরা যেখানে হচ্ছেন ব্যর্থ, সেখানে তিনিই যেন বল রাখছেন নিশানায়। ২০২৪ কোপা আমেরিকায় দূর্বার লাউতারো।
চিলির সাথে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন ডিল পলরা। একের পর এক আক্রমণ চালিয়ে গেছেন হুলিয়ান আলভারেজরা। একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আলবি সেলেস্তারা খেলে গেছেন ম্যাচের প্রথমার্ধে। একপাশে যখন আক্রমণের পর আক্রমণ হচ্ছে, অন্যপাশে তখন এমিলিয়ানো মার্টিনেজ পার করেছেন অলস সময়।
প্রথমার্ধে রক্ষণ দূর্গ অটল রাখতেই হিমশিম খেতে হয়েছে চিলিকে। আক্রমণ সাজানোর সুযোগই দেয়নি তাদের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দাপট দেখালেও গোলবার উন্মুক্ত করতে পারেননি মেসিরা। এক ক্লদিও ব্রাভোর দৃঢ়তায় বারবার থমকে গেছে আর্জেন্টিনার সকল আক্রমণ। প্রথমার্ধ তাই শেষ হয়েছে গোল শূন্য ব্যবধানে।
দ্বিতীয়ার্ধেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। চিলির অধিনায়ক ক্লদিও ব্রাভো গোলবারের অতন্দ্র প্রহরী রুপেই যেন হাজির হয়েছিলেন। ম্যাক অ্যালিস্টাররা রক্ষণকে পরাস্ত করলেও তাদের সকল প্রচেষ্টা রুখে দিয়েছেন ব্রাভো। এদিন ৮টি সেভ দিয়েছেন চিলির গোলরক্ষক। তবুও পুরো মাঠ জুড়ে চলেছে আর্জেন্টিনার দাপট।
তবে স্রোত খানিকটা উলটো দিকে বইতে শুরু করে ম্যাচের ৭০ মিনিটের পর। মিনিট পাঁচেকের মধ্যে দুইবার আর্জেন্টিনার দূর্গে আক্রমণ নিয়ে হাজির হয় চিলি। প্রায় পুরো ম্যাচেই অলস সময় পার করা এমিলিয়ানো মার্টিনেজের অবশ্য মনোযোগে ছিল না কোন ঘাটতি। দারুণ দুইটি শট ঠেকিয়ে দিয়ে তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গোলবার অক্ষত রাখেন।
কিন্তু জয় ছাড়া বিশ্বকাপ জয়ী দল উঠে যাবে মাঠ থেকে তা কি আর হয়! তেমনটি হতে দেননি লাউতারো। ৭৩ মিনিটের মাথায় তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। ১৫ মিনিটের মধ্যেই তিনি ক্লদিও ব্রাভোর দেয়াল ভেঙে চুরমার করে দেন। কর্ণার থেকে আসা চিলির ডি-বক্সে জটলার সৃষ্টি করে। কিন্তু ধূর্ত লাউতারো দাঁড়িয়েছিলেন একেবারে ফাঁকায়।
তার কাছে বল আসা মাত্রই তা জালে জড়াতে ভুল করেননি। দলকে এগিয়ে দেন ১-০ গোল ব্যবধানে। শেষ অবধি সেই এক গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে লিওনেল মেসির দল। এর আগে কানাডার বিপক্ষে গোলের দেখা পেয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তাইতো টানা দুই জয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ২০২১ আসরের চ্যাম্পিয়নরা।