বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার দাপট চলছেই। এমনকি মহাদেশীয় লড়াইয়েও আর্জেন্টিনা ‘সুপ্রিম’ একটা জায়গা দখল করে আছে। তবে শুধু মাঠের খেলোয়াড়রাই যে প্রভাব বিস্তার করছেন তা কিন্তু নয়। ডাগআউটেও আর্জেন্টাইনদের ছড়াছড়ি। সেই সাথে সাফল্যের নজিরও নেহায়েত কম নয়। এবারের কোপা আমেরিকায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া চার দলের চারজন কোচ আর্জেন্টিনার।
বিষয়টি নিয়ে আর্জেন্টিনা ভক্তদের মধ্যে গর্বের সৃষ্টি হওয়া বেজায় স্বাভাবিক ঘটনা। গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেরা আটে পা রেখেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল তিনটি ম্যাচই জিতেছে। ৫ গোল দিয়েছে প্রতিপক্ষের জালে। স্কালোনিকে নিয়ে সম্ভবত নতুন কিছু বলবার নয়। একজন অনভিজ্ঞ কোচ হিসেবে প্রথমবার দায়িত্ব গ্রহণ করেছিলেন স্কালোনি।
এরপর থেকে আর্জেন্টিনার পুনর্জীবিত হতে শুরু করে। কোপা আমেরিকার পর বিশ্বকাপও জিতে নেয় লিওনেল মেসিরা। তার এমন অভাবনীয় সাফল্য হয়ত প্রভাবিত করেছে বাকি দেশগুলোকেও। তাইতো কলম্বিয়াও একজন আর্জেন্টাইনের হাতে ছেড়ে দিয়েছে নিজেদের ফুটবল দলের দায়িত্ব। নেস্তর লরেঞ্জ ২০২২ বিশ্বকাপের পরবর্তী সময়ে কলম্বিয়ার দায়িত্ব গ্রহণ করেন।
তার অধীনে ২৩ ম্যাচ খেলেছে কলম্বিয়া। একটি ম্যাচও হারেনি তারা। এমনকি এবারের কোপা আমেরিকাতে ব্রাজিল গ্রুপে থাকাও সত্ত্বেও তার দল হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে দুর্বার গতিতে ছুটে চলছে উরুগুয়ে। এবারের কোপা আমেরিকা জয়ের দাবিও জানাচ্ছে দলটি। সেই দলের মাস্টারমাইন্ডও একজন আর্জেন্টাইন।
মার্সেলো বিয়েলসার সুখ্যাতি তো নতুন নয়। অভিজ্ঞ এই কোচ উরুগুয়েকে বানিয়েছেন এক ‘বুলডোজার’। প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়ার কাজটাই করছে বিয়েলসার দল। গ্রুপ পর্বে প্রতিপক্ষের জালে ৯ খানা বল জড়িয়েছে তার শীষ্যরা।
তাছাড়া গ্রুপ-বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফার্নান্দো বাতিস্তার ভেনিজুয়েলা। মেক্সিকো, ইকুয়েডরকে পেছনে ফেলে তিন ম্যাচেই জয় পেয়েছে ভেনিজুয়েলা। কোপা আমেরিকার ইতিহাসে এর আগে চারজন আর্জেন্টাইন কোচের অধীনে একই আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড বেশ বিরল।
তাদের প্রত্যেকের সামনেই সুযোগ ছিল সেমিফাইনালে জায়গা করে নেওয়ার। তবে তাদের মধ্যে থেকে স্রেফ তিনজন পেরেছেন সেমিফাইনালের টিকিট। অবশ্য এর আগে ২০১৫ আসরের সেমিফাইনালে চারজন আর্জেন্টিনার কোচ পৌঁছেছিলেন নিজ নিজ দল নিয়ে। সেবার আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি ও পেরুর ডাগআউটে ছিলেন আর্জেন্টাইন প্রশিক্ষক।
তাছাড়া এবারের কোপা আমেরিকাতে ১৬টি দলের মধ্যে ৭টি দলের কোচ ছিলেন আর্জেন্টিনার। কোস্টা রিকা, প্যারাগুয়ে ও চিলির সাইডলাইনে ছিলেন যথাক্রমে গুস্তাভো আলফারো, ড্যানিয়েল গারনারো ও রিকার্ডো গারেকা। অতএব আর্জেন্টিনার খেলোয়াড়দের মত আর্জেন্টিনার কোচরাও আধিপত্য বিস্তার করে যাচ্ছেন সর্বক্ষেত্রে, প্রতিনিয়ত।