২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে ইতোমধ্যে সাজ সাজ রব পড়েছে পাকিস্তানে। তবে ভারত সেখানে যেতে আগ্রহী নয় এমনটাই জানিয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দেশটির সাবেক ক্রিকেটার হরভজন সিং বোর্ডের সিদ্ধান্ত সরাসরি সমর্থন করেছেন; নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আর সেটা পছন্দ হয়নি পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভির আহমেদের। হরভজন সিংয়ের কড়া সমালোচনা করেছেন তিনি, সামাজিক মাধ্যমে হরভজনের বক্তব্যকে তুলো-ধুনো করেছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় স্পিন কিংবদন্তি বলেন, ‘ভারতীয় দলের কেন পাকিস্তানে যেতে হবে? সেখানে সব সময় নিরাপত্তা ঝুঁকি রয়েছে, প্রতিদিন কোন না কোন অঘটন ঘটছে। তাই পাকিস্তান সফর করা নিরাপদ নয়। বিসিসিআইয়ের সিদ্ধান্তকে আমি সঠিক মনে করি, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই।’
এর বিপরীতে তানভির বলেন, ‘হেই হরভজন সিং, তুমি একটা হিপোক্রেট। যদি তুমি বলো ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে যাওয়া উচিত না, তাহলে তুমি নিজে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে দেখা করো কেন? আমরা এটাও জানি তোমার দেশে কত রকমের হিপোক্রেট আছে।’
যদিও মুখের কথায় কিছু আসে যায় না; ভারত সরকার এবং বিসিসিআই পাকিস্তানে দল না পাঠালে কারোই আসলে কিছু করার থাকবে না। আপাতত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির মাধ্যমে বিসিসিআইকে বোঝানোর চেষ্টা করছে। অন্যদিকে, বিসিসিআই আবার হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের রূপরেখা তৈরি করার পিছনে সময় ব্যয় করছে।
এখন দেখার বিষয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যে কি আছে। গত এশিয়া কাপের হাইব্রিড মডেলেই মাঠে গড়াবে এই টুর্নামেন্ট নাকি পাকিস্তান এককভাবে আয়োজন করতে সক্ষম হবে – উত্তর জানা বাকি।