রশিদ খানকে টানা পাঁচ ছক্কা উপহার পোলার্ডের!

রশিদ খানকে একটা ছক্কা হাঁকানোই যেন একজন ব্যাটারের জন্য স্বপ্নের মত ব্যাপার। সেখানে টানা পাঁচ বলে এই আফগান লেগ স্পিনারের বিপক্ষে ছক্কা মারলেন কাইরে পোলার্ড। আর এই ঘটনার সাক্ষী হল ইংল্যান্ডে চলমান দ্য হানড্রেডে।

কাইরেন পোলার্ডস তাঁর ক্যারিয়ারের স্মরণীয় সময় হারিয়ে ফেলেছেন অনেকদিন হল। এখন আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হট কেক তিনি নন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তো তিনি রীতিমত মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ। এরই মধ্যে মেজর লিগ কিংবা দ্য হানড্রেডে এখনও খেলে বেড়ান সাবেক এই ক্যারিবিয়ান অধিনায়ক।

আর শুধু খেলাই নয়, ব্যাটও তাঁর হয়েই কথা বলে। তাঁর ব্যাটে ভর করে সাউদার্ন ব্রেভ দুই উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ট্রেন্ট রকেটসের বিপক্ষে।

যদিও, ১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ধুঁকছিল সাউদার্ন দল। পোলার্ডও উইকেট আকড়ে ধরে ১৪ বল খেলে ছয় রান করে অপরাজিত ছিলেন। মানে কোনো ভাবেই রান রেটের সাথে পাল্লা দিতে পারছিলেন না তিনি। তবে, দেরিতে হলেও ঝড়টা শুরু করতে পারেন তিনি।

তখনই আসে লেগ স্পিনার রশিদের পাঁচ বলে টানা পাঁচটি ছক্কা! হানড্রেড ক্রিকেটে পাঁচ বলেই এক ওভার। ফলে, ছয়টা ছক্কা হাঁকানোর সুযোগ হারান তিনি। যদিও, এক ওভারে পোলার্ডের জন্য এই কীর্তি নতুন নয়। রীতিমত আন্তর্জাতিক ক্রিকেটেই তিনি সেই পাঁচ কীর্তিমান ব্যাটারদের একজন যারা এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন।

শেষ পর্যন্ত ২৩ বলে ৪৫ রান করে রান আউট হন পোলার্ড। আর তাঁর এই ইনিংসে ভর করেই এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে সাউদার্ন ব্রেভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link