বাংলাদেশকে উড়িয়ে দেয়ার লক্ষ্য ছিল পাকিস্তানের, চার পেসারকে নিয়ে খেলতে নামার সেটারই প্রমাণ দেয়। কিন্তু পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব হয়নি, উল্টো ম্যাচের নিয়ন্ত্রণ অধিকাংশ সময় নিজেদের হাতে নিয়ে ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এমন অবস্থায় ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে পাক-অধিনায়ক শান মাসুদ আর কোচ জেসন গিলেস্পির একটি ভিডিও যেখানে দু’জনকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়।
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ছোট একটি ভিডিওতে শান মাসুদকে ড্রেসিংরুমের দরজা দিয়ে প্রবেশ করেন। আর সেখানে তাঁকে এগিয়ে নিতে এসেছিলেন কোচ গিলেস্পি নিজেই। কিন্তু মাসুদ সে সময় হাত নেড়ে তাঁর প্রতি বিরক্তি প্রকাশ করেন।
পাকিস্তান দলপতি এ সময় নিজের দিকে ইঙ্গিত করে বারবার যুক্তি দিচ্ছিলেন; এমন কি ড্রেসিংরুমের ভিতরের দিকে যেতে যেতে পিছন দিকে ফিরে তর্ক চালিয়ে গিয়েছিলেন।
কি নিয়ে কথা হচ্ছিলো তাঁদের মাঝে সেটা অবশ্য পুরোপুরি বোঝা যায়নি, এছাড়া ভিডিওটি চলতি টেস্ট ম্যাচের কততম দিনের তা নিয়েও রয়েছে সংশয়। যদিও আলোচনার বিষয়বস্তু যে ম্যাচের কোন একটা বিশেষ পরিকল্পনা নিয়ে সেটা নিয়ে কোন সন্দেহ নেই। এক্ষেত্রে দু’জনের মধ্যে মতবিরোধ হয়েছে সেটিও স্পষ্ট।
ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে যখন ক্ষুব্ধ পাকিস্তানের সমর্থকরা, তখন ড্রেসিংরুমের বিবাদের দৃশ্য প্রকাশ্যে আসতে আরও বেশি বিরক্ত হয়েছে তাঁরা। দলের এই হতাশাজনক অবস্থায় কোচ আর অধিনায়কের বনিবনা না হওয়া শঙ্কা জাগানোর মতই খবর বটে।
স্বাগতিকদের অবস্থা অবশ্য একটা সময় ভালো ছিল, মোহাম্মদ রিজওয়ান এবং সৌধ শাকিলের দুর্ধর্ষ ব্যাটিংয়ের কল্যাণে প্রথম ইনিংসে রানের পাহাড় জমা করেছিল তাঁরা। প্রত্যাশার চেয়ে বেশি পুঁজি স্কোরবোর্ডে থাকলেও সেটার ফায়দা নিতে পারেনি পাকিস্তানের পেসাররা। উল্টো বাংলাদেশ শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে; সাদমান, মুশফিকের দৃঢ়তায় প্রথম ইনিংস শেষে তিন অঙ্কের লিড পায় টাইগাররা।
জবাবে পাকিস্তান বাংলাদেশের সামনে মোটে ৩০ রানের লক্ষ্য দিতে পারে। বাংলাদেশ জিতে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে।