রেকর্ড গড়তেই পাকিস্তানে গিয়েছে বাংলাদেশ

মাত্র ২৬ রানে বাংলাদেশের ৬টি উইকেট তুলে নেয় পাকিস্তানের আনকোড়া পেস ইউনিট। কিন্তু এরপর সেই চাপকে আর ঘনীভূত করতে পারেননি খুররাম শেহজাদরা।

ঘরের মাঠে লজ্জার মুখোমুখি পাকিস্তান। সমালোচনার তিক্ত বাণ ছোড়া হচ্ছে প্রতিনিয়ত। তাতে বিদ্ধ হচ্ছেন শান মাসুদ, বাবর আজমরা। শুধু যে তিরস্কারের মুখোমুখি হচ্ছে পাকিস্তান দল, তা নয়। ব্যঙ্গ করতেও ছাড়ছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

পাকিস্তানের সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ মনে করেন, বাংলাদেশ পাকিস্তানকে বেছে নিয়েছে রেকর্ড গড়ার জন্য। তিনি বলেন, ‘পাকিস্তান আরও একটি অপ্রত্যাশিত রেকর্ড গড়ে ফেলেছে। মনে হচ্ছে বাংলাদেশ দলে এসেছে স্রেফ রেকর্ড গড়তে।’

মাত্র ২৬ রানে বাংলাদেশের ৬টি উইকেট তুলে নেয় পাকিস্তানের আনকোড়া পেস ইউনিট। কিন্তু এরপর সেই চাপকে আর ঘনীভূত করতে পারেননি খুররাম শেহজাদরা। বরং লিটন দাসের সেঞ্চুরির কল্যাণে চালকের আসনে চলে যায়। যদিও প্রাথমিকভাবে বাংলাদেশকে চাপে ফেলতে পেরেছিল পাকিস্তান। যার পুরো কৃতিত্বই শেহজাদ দিচ্ছেন অনভিজ্ঞ পেসারদের।

তিনি বলেন, ‘তরুণদের কল্যাণে একটা সময়ে মনে হচ্ছিল তারা ম্যাচের আয়ত্ব নিজেদের কাছেই রেখেছিল, তরুণদের ধন্যবাদ। এটা বারবার বলা হয় যে আমাদের ঘরোয়া ক্রিকেটকে যাচাই করবার মত উপকরণ নেই। এই তরুণরা কিন্তু ঘরোয়া ক্রিকেট থেকেই উঠে এসেছে, মহিঞ্জো দারো থেকে নয়। তারা তাদের সুযোগের অপেক্ষায় ছিল এবং সিনিয়র বোলারদের অবর্তমানে সে সুযোগ পেয়েছে তারা।’

কিন্তু তরুণ বোলারদের কল্যাণে চাপ বাড়ালেও, সেটাকে যথাযথভাবে ব্যবহার করতে পারেনি পাকিস্তান। এই দায় গোটা দলকেই দিচ্ছেন আহমেদ শেহজাদ। ডান-হাতি এই ব্যাটার মনে করেন যে পাকিস্তান বরাবরই, একটা দল হয়ে খেলতে ব্যর্থ। যার কারণে সাম্প্রতিক সময়ে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না পাকিস্তান।

শেহজাদ বলেন, ‘দলগত প্রচেষ্টা বরাবরই অনুপস্থিত, আমরা মাঝেমধ্যে তা দেখতে পাই। প্রতিপক্ষ যখন নিজেদের সেরা সময়ে থাকে না তারা তা ব্যবহার করতে অপরাগ। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে তাদের আরও বেশি সক্রিয় হতে হবে, কঠোর হয়ে পরিবর্তন আনতে হবে। আমাদের ঘরের মাঠে যখন প্রতিপক্ষ চাপে থাকবে, আমাদের উচিত নয় তাদেরকে ফিরে আসার বিন্দুমাত্র সুযোগ দেওয়া।’

Share via
Copy link