গম্ভীর আউট, ক্যালিস ইন!

এখনও অবশ্য আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি রাইডার্স ফ্রাঞ্চাইজি থেকে। কেবল মেন্টর নয়, সহকারী কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ রায়ান টেন ডেসকাট ভারত জাতীয় দলে যোগ দেয়ায় এখানেও বিকল্প খুঁজতে হচ্ছে তাঁদের। নিলামের আগেই ম্যানেজম্যান্ট ঠিক করার কাজ শেষ করতে চাইবে তাঁরা।

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) লাকি চার্ম গৌতম গম্ভীর নিজের দায়িত্ব ছেড়ে ভারত জাতীয় দলের কোচ হয়েছেন, কলকাতার তাই এখন নতুন কাউকে প্রয়োজন মেন্টর হিসেবে। আর সম্ভাব্য মেন্টর হিসেবে শোনা যাচ্ছে জ্যাক ক্যালিসের নাম, তিনিও দলটার আরেক লাকি চার্ম বটে। দু’বার আইপিএল জিতেছেন রাইডার হিসেবে।

গত বছর কেকেআরের মেন্টর হয়েছিলেন গম্ভীর। প্রথম বারই দলকে চ্যাম্পিয়ন করেন তিনি, এর আগে আবার অধিনায়ক হিসেবে কলকাতাকে দু’বার ট্রফি জিতিয়েছিলেন তিনি। কিন্তু রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর রোহিত শর্মাদের গুরুর আসনে বসতে হয়েছে তাঁকে।

ফলে আগামী মৌসুমের জন্য নতুন মেন্টর নিযুক্ত করতে হবে শাহরুখ খানের দলকে। সেই দৌড়েই এগিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার। এছাড়া গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দিল্লি ক্যাপিটালসের সাবেক কোচ রিকি পন্টিং এবং রাজস্থান রয়্যালসলের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা বলেছে কলকাতা।

যদিও সাঙ্গকারা রাজস্থানের ডাগ আউট ছাড়বেন না আপাতত। আবার পন্টিংয়ের সঙ্গেও কথাবার্তা বেশি এগোয়নি বলে জানা গিয়েছে। তাই এই পরিস্থিতিতে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের মেন্টর হিসেবে দেখা যেতে পারে কালিসকে। অবশ্য দলটার ড্রেসিরুম একেবারে অপরিচিত নয় তাঁর জন্য।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মেরুন জার্সিতে খেলেছেন ক্যালিস। সেই সময়ই দু’বার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। পরে ২০১৫ সালে ট্রেভর বেলিস দলীয় কোচের পদ ছেড়ে ইংল্যান্ডের জাতীয় দলের কোচ হলে সেই দায়িত্ব সামলাতে হয় তাঁকে; একই সাথে দলের ব্যাটিং কোচও ছিলেন।

এখনও অবশ্য আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি রাইডার্স ফ্রাঞ্চাইজি থেকে। কেবল মেন্টর নয়, সহকারী কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ রায়ান টেন ডেসকাট ভারত জাতীয় দলে যোগ দেয়ায় এখানেও বিকল্প খুঁজতে হচ্ছে তাঁদের। নিলামের আগেই ম্যানেজম্যান্ট ঠিক করার কাজ শেষ করতে চাইবে তাঁরা।

Share via
Copy link