সমীহ জাগানিয়া বাংলাদেশের সামনে শুভমানের ‍তিন চ্যালেঞ্জ

বাংলাদেশ দলকে সমীহ করছে ভারত। বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই টেস্টকে সামনে রেখে ঘোষণা করা ভারতীয় দল সেটাই প্রমাণ করে। পূর্ণ শক্তির সেই ভারতীয় দলে আছেন শুভমান গিলও।

বাংলাদেশ দলকে সমীহ করছে ভারত। বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই টেস্টকে সামনে রেখে ঘোষণা করা ভারতীয় দল সেটাই প্রমাণ করে। পূর্ণ শক্তির সেই ভারতীয় দলে আছেন শুভমান গিলও।

গিলও মনে করেন, বাংলাদেশকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। তিনি বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে যারা নিয়মিত খেলে, তাঁদের হালকা ভাবে নেওয়ার কোনও জায়গাই নেই। বিশেষ করে বাংলাদেশকে তো নয়ই। সর্বশেষ পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ওরা দারুণ খেলেছে। রীতিমতো সমীহ জাগিয়েছে তাঁরা।’

বাংলাদেশের দু’টি বিভাগের কথা আলাদা করে বললেন শুভমান। তাঁর মতে, বাংলাদেশ পেস বোলিং আর মিডল অর্ডারের ব্যাটিংয়ে খুব শক্তিশালী। বললেন, ‘বাংলাদেশের পেসাররা এবং মিডল অর্ডার ব্যাটাররা দারুণভাবে নিজেদের কাজ করে চলেছে। সেই দিক থেকে দেখলে বাংলাদেশের বিরুদ্ধে দারুণ সিরিজ হতে চলেছে।’

টেস্টে তিন নম্বরে ব্যাট করেন শুভমান। সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। বলে দিচ্ছেন, ‘কখনও কখনও নিজের পছন্দের জায়গার বাইরেও খেলতে হয়। দক্ষতা আছে বলেই সেখানে খেলানো হয়। তার পরেও নিজেকে প্রমাণ করার জায়গা থাকে। আমি নিজেকে প্রমাণ করতে প্রস্তুত।’

আগের ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে চান শুভমান। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমি তিন নম্বরে নেমে সে ভাবে রান পাইনি। ভালো শুরু করেও ২০-৩০ রানে আটকে গিয়েছি। এখন আমার একটাই লক্ষ্য, ৫০ রান করলে সেটাকে সেঞ্চুরিতে নিয়ে যাওয়া।’

মানে, বাংলাদেশের পেস বোলিং, মিডল অর্ডার ব্যাটিং, আর নিজের ব্যাটিং পজিশন – এই তিন চ্যালেঞ্জ মাথায় নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবেন গিল। অপেক্ষা আর মাত্র ক’টা দিনের!

Share via
Copy link