More

Social Media

Light
Dark

বাবার পর ছেলের বিপক্ষেও সাকিব!

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক হাজার জন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছেন সাকিব আল হাসান। সংখ্যার বিচারে তিনি সবার চেয়ে এগিয়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম ও শচীন টেন্ডুলকার সংখ্যাটাকে নয়শো-তেও নিতে পারেননি। 

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক হাজার জন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছেন সাকিব আল হাসান। সংখ্যার বিচারে তিনি সবার চেয়ে এগিয়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম ও শচীন টেন্ডুলকার সংখ্যাটাকে নয়শো-তেও নিতে পারেননি।

তবে, লম্বা এই ক্যারিয়ারে সাকিব এবার অভিনব এক কীর্তি গড়লেন। বাবার পর খেললেন ছেলের বিপক্ষেও। বাপ-বেটার সেই জুটির নাম হল মাইকেল ভন ও আর্চি ভন। মাইকেল ভনের বিপক্ষে সাকিব আন্তর্জাতিক ম্যাচ খেলেন। যদিও, আর্চির সাথে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে নয় – মুখোমুখি হয়েছেন কাউন্টি ক্রিকেটে।

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে নতুন করে চেনানোর কিছু নেই। বাংলাদেশের বিপক্ষে চারটি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলেন ভন। নেতৃত্বও করেন। এর মধ্যে কেবল একটা ম্যাচে সাকিবের প্রতিপক্ষ ছিলেন ভন।

সেই ম্যাচে ভন করেন ৩০ রান। যদিও, সাকিব বোলিংয়ে আসার আগেই আউট হয়ে যান ভন। ২০০৭ বিশ্বকাপের সেই ম্যাচে ৫৭ রান করে অপরাজিত ছিলেন সাকিব। যদিও, বাংলাদেশ ম্যাচটা হারে চার উইকেটে।

২০০৮ সালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি ভন। সাকিবের ক্যারিয়ার তখন কেবল শুরু। ২০০৬ সাল থেকে শুরু করে এখন অবধি তিনি সার্ভিস দিচ্ছেন বাংলাদেশ দলকে।

কাউন্টিতে সাকিব খেলছেন সারের হয়ে। সমারসেটের বিপক্ষে খেলতে নামেন, সেখানেই তাঁর প্রতিপক্ষ ছিল আর্চি ভন। সাকিব এবার ভন জুনিয়রের বিপক্ষে বোলিংও করলেন।

আর্চির ক্যারিয়ারও কেবল শুরু হল। তিনি ক্যারিয়ারের দ্বিতীয় প্রথম শ্রেনির ম্যাচ খেলতে নেমেছেন। ওপেনিং এই ব্যাটার অফ স্পিন বোলিংটাও মন্দ করেন না। সাকিবদের বিপক্ষেও তিনি ৪৪ রানের একটা ইনিংস খেলেছেন। পরে বোলিংয়ে সমারসেটের দুই ওপেনারকেও ফিরিয়েছেন এই আর্চিই।

Share via
Copy link