একজন ব্যাটসম্যানের পক্ষে এক বলে সর্বোচ্চ ছয় রান নেয়া সম্ভব। অনেক ক্ষেত্রে এই ছক্কা ম্যাচের জন্য বিরাট গুরুত্ব বহন করতে পারে, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। ম্যাচের ফলাফল পরিবর্তনে একটি ছক্কায় হয়ে উঠে অনেক বেশি অর্থবহ।
এই ছক্কা দেখার জন্যই অনেক ক্রিকেট সমর্থক বসে থাকে। আর এই ছক্কা যদি প্রিয় দলের অধিনায়কের থেকে আসে তাহলে সে আনন্দ অনেক গুণ বেড়ে যায়। ইতিহাসে এমন অনেক মারকুটে অধিনায়কের দেখা মিলেছে। তাঁদের নিয়েই আমাদের এবারের আয়োজন।
- এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
তর্ক সাপেক্ষে সীমিত ওভারের ক্রিকেটে সবচেয়ে আগ্রাসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তিনি ম্যাচের যেকোনো পরিস্থিতিতে যেকোনো ব্যাট করতে পারেন। মাঠের চারপাশে ব্যাট চালানোর জন্য তাঁকে ডাকা হয় মিস্টার ৩৬০ ডিগ্রি বলে। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও আজো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর বেশ নামডাক।
এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত। এই পাঁচ বছরে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন ১২৪ ম্যাচে। আর এই ১২৪ ম্যাচে ছক্কা হাকিয়েছেন ১৩৫ টি। যদিও, শুধু অধিনায়কত্বের মাপকাঠিতে প্রোটিয়াদের হয়ে তাঁর তেমন কোনো অর্জন নেই।
- ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)
ব্রেন্ডন ম্যাককালাম ছিলেন তাঁর সময়ের অন্যতম মারকুটে ব্যাটসম্যান। তিনি নিউজিল্যান্ডকে প্রথম নেতৃত্ব দেন ২০০৮ সালে। আধুনিক কালে ব্ল্যাক ক্যাপদের অন্যতম সেরা অধিনায়ক তিনি।
এই কিউই ব্যাটসম্যানের নেতৃত্বে নিউজিল্যান্ড দল খেলেছে ১২১ ম্যাচ। এই ১২১ ম্যাচে ১৭০ টি ছক্কা হাঁকিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম।
- রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)
রিকি পন্টিং শুধু অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা অধিনায়ক নন। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক। শুধুমাত্র অধিনায়কত্ব নয়, ব্যাটসম্যান হিসেবেও ছিলেন দূর্দান্ত। তিনি দূর্দান্ত স্ট্রোক শট খেলতে পারতেন। বেশিরভাগ ক্রিকেট সমর্থকই জানেন না তিনি বল সীমানার বাইরে বের করতেও বেশ দক্ষ ছিলেন।
রিকি পন্টিং অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ৩২৪ ম্যাচে। আর অধিনায়ক হিসেবে ছক্কা হাঁকিয়েছেন ১৭১ টি। শুধু ছক্কা দিয়েই নয়, অধিনায়কত্বের বিবেচনাতেই অজিদের ইতিহাসের সেরা অধিনায়ক তিনি। নেতা হিসেবে জিতেছেন দু’টি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা।
- মহেন্দ্র সিং ধোনি (ভারত)
ভারতের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১১ বিশ্বকাপের ফাইনালে ছক্কা মেরে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করার হেলিকপ্টার শট এখনো অনেক ক্রিকেট সমর্থকের চোখে ভেসে আছে। তিনি স্লগ ওভারে রান রেট বাড়ানোর জন্য বেশ ছক্কা হাকাতেন। এর মধ্যে কিছু শট ছিলো হেলিকপ্টার শট।
ধোনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৩৩২ ম্যাচে। আর অশিনায়কত্বের সময়ে মেরেছেন ২১১ টি ছক্কা। বলাই বাহুল্য, ভারতের ইতিহাসের সেরা অধিনায়ক ধোনি। ভারতকে আইসিসির সেরা তিনটি ইভেন্টের শিরোপা অধিনায়ক হিসেবে জিতিয়েছেন মাহি।
- ইয়ন মরগ্যান (ইংল্যান্ড)
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান। তিনিই ইংলিশদের সীমিত ওভারের ক্রিকেটে গড়ে তুলেছিলেন অপ্রতিরোধ্য হিসেবে। তিনিই প্রথম ইংলিশ অধিনায়ক যিনি ৫০ ওভারের ক্রিকেটের শিরোপা জিতেছেন।
শুধু অধিনায়ক হিসেবে নয়, ব্যাটসম্যান হিসেবেও ছিলেন বেশ ভয়ডরহীন। ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ১৬৩ ম্যাচে। আর এই স্অময়ে ছক্কা হাকিয়েছেন ২১৫ টি।