বাজে ভাবে ওয়ানডে সিরিজ হারের পর এমনিতেই বিপর্যস্ত বাংলাদেশ দল। এর ওপর যোগ হল নতুন দু:সংবাদ। চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন হাসান মাহমুদ। ডানেডিনে প্রথম ওয়ানডে খেলার সময় চোট পেয়েছিলেন এই পেসার। চোটের কারণেই পরের ম্যাচ গুলো খেলতে পারেননি তিনি এমনকি অনুশীলনেও দেখা যায়নি তাকে।
আজ (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ফিটনেস ফিরে পেতে ব্যর্থ হওয়াতে তামিম ইকবালের সাথে দেশে ফিরে আসবেন এই পেসার। তামিম আগেই নিশ্চিত করেছেন ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি।
এর আগে পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরের স্কোয়াড থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই এবার তামিমের সাথে হাসান মাহমুদের ছিটকে যাওয়া বড় ধাক্কা হয়েই আসলো বাংলাদেশের জন্য।
শুধু বাংলাদেশই নয়; টি-টোয়েন্টি সিরিজে নিজেদের সেরা স্কোয়াড পাচ্ছে না নিউজিল্যান্ডও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে খেলার সুযোগ করে দিতে দলের নিয়মিত ৬ ক্রিকেটারকে স্কোয়াডে রাখেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
বাংলাদেশ নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে এক এপ্রিল এবং আইপিএল শুরু হবে নয় এপ্রিল। কিন্তু, আইপিএল শুরুর সাত দিন আগেই ভারতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে বিদেশী ক্রিকেটারদের।
মূলত আইপিএলের শুরু থেকেই খেলার জন্য কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, জিমি নিশাম, মিশেল স্যান্টনার ও টিম সেইফার্টকে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন না থাকাতে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন পেসার টিম সাউদি।
আগামীকাল সেডন পার্ক, হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩০ মার্চ ম্যাকলিন পার্ক, নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ইডেন পার্ক, অকল্যান্ডে ১ এপ্রিল অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
- বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাইম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রুবেল হোসেন ও নাসুম আহমেদ।
- নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাশলে, হামিশ বেনেট, মার্ক চ্যাপমান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিশেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়ঙ।