বর্তমান বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্তিতি বেশ উদ্বেগজনক। দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে আজ থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। আর করোনার এমন পরিস্তিতিতে সিরিজের এক ম্যাচ না খেলেই ১১ এপ্রিল দেশে ফিরে যাওয়ার কথা ছিলো সফরকারী দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের।
কিন্তু সেই দিনই দক্ষিণ আফ্রিকার চার নারী ক্রিকেটারের সাথে করোনায় আক্রান্ত হন দলের ম্যানেজারও। যার ফলে আক্রান্ত ক্রিকেটারদের রেখেই দলের বাকি সদস্যরা ১২ এপ্রিল সকালে দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আক্রান্তরা ছিলেন ক্রিকেটার লিয়াহ জোনস, নোবুলুমকো বানেটি, রবিন শার্লি, সিনালো জাফটা ও দলের ম্যানেজার মারসিয়া লেতসোয়ালো।
আর গতকাল পুনরায় আবার করোনা টেস্ট করানো হয় আক্রান্তদের। এর পর দ্বিতীয় ধাপের করোনা পরিক্ষায় সবাই নেগেটিভ আসলে গতকাল রাতেই দেশের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ঐ চার ক্রিকেটার ও ম্যানেজার।
এর আগে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দিয়ে ঢাকায় আসে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ক্রিকেটাররা। ঢাকায় এসেই আক্রান্ত হওয়ার খবর পান তাঁরা।
পাঁচ ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচেই সহজ জয় পেয়েছিলো বাংলাাদেশ ইমার্জিং নারী দল। নামে ইমার্জিং হলেও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিয়মিত ক্রিকেটাররা। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সিরিজের স্কোয়াডে রাখা হয়েছিলো জাতীয় দলের ক্রিকেটারদের।
গত মাসে বাংলাদেশ ইমার্জিং দলের সাথে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলার সময় করোনা পজেটিভ হয়েছিলেন আয়ারল্যান্ড উলভসের অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াস। ঐ সিরিজ স্থগিত না হলেও আইরিশ ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার সাথে সাথেই ম্যাচ স্থগিত ঘোষণা করেছিলো ম্যাচ অফিসিয়ালরা।
গত ৮ এপ্রিল করোনা পজেটিভ হয়েছেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। করোনায় আক্রান্ত হওয়ার পর নিজ বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে গামিনিকে। দুই সপ্তাহ চিকিৎসা ও বিশ্রাম শেষে আবারো করোনা টেস্ট করা হবে তাঁর।
তিন দিন আগে করোনা পজেটিভ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনিও নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এছাড়া করোনা পজেটিভ হয়েছিলেন সাদমান ইসলাম অনিক। এনসিএল চলাকালীন করোনা পজেটিভ হয়েছিলেন পেসার এবাদত হোসেন, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী।