Social Media

Light
Dark

গ্যারি কার্স্টেনকে ছুড়ে ফেলবে পাকিস্তান!

পাকিস্তান ক্রিকেটে রদবদল ঘটেছে। কিন্তু সাফল্য আসছে না। পিসিবি কর্তাদের উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। তাঁরা মনে করছেন, খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানের ক্রিকেট।

সেদিন খুব দূরে নয়, গ্যারি কার্স্টেনকে ছুড়ে ফেলবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন গুঞ্জন উড়ছে পাকিস্তান ক্রিকেটের আকাশে-বাতাসে। জানা গেছে, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই বিদায় ঘণ্টা বাজবে তাঁর।

গত এক দিনের বিশ্বকাপে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল বাবরের পাকিস্তানকে। অস্ট্রেলিয়া সফরে গিয়ে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল মাসুদের দল। তা ছাড়া ঘরের মাঠে টানা ১০ টি টেস্ট জিততে পারেনি পাকিস্তান। হেরেছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজও।

কার্স্টেনের প্রসঙ্গে সাবেক ক্রিকেটার বাসিত আলী বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দলের দায়িত্বে থাকছেন গ্যারি কার্স্টেন। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওঁকে সরিয়ে দেওয়া হবে। আমি এখনই বলে দিচ্ছি, কার্স্টেনকে বিদায় বলে দেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে পৌঁছতে পারলে সেটাই হবে পাকিস্তানের বড় সাফল্য। পাক ক্রিকেটে রাজনীতি প্রবেশ করেছে। ওরা সাফল্য পাবে না।’

পাকিস্তান ক্রিকেটে রদবদল ঘটেছে। কিন্তু সাফল্য আসছে না। পিসিবি কর্তাদের উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। তাঁরা মনে করছেন, খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানের ক্রিকেট।

সাফল্যের জন্য মরিয়া খোদ কার্স্টেনও। তিনি বলেন, ‘আমরা সকলে একটা সফল দল দেখতে চাই। আমরা চাই, দল সর্বত্র ভাল খেলুক। এই একটাই তো চাওয়া, তাই না? পাকিস্তানের ভাল খেলতে না পারার কোনও কারণ নেই। পাকিস্তানে ক্রিকেট প্রতিভার অভাব নেই। তিন ধরনের ক্রিকেটেই সাফল্য পাওয়া সম্ভব। তার জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে।’

সাফল্যের রেসিপি বাতলে দিলেন কার্স্টেন, ‘আমাদের ভাল অবকাঠামো রয়েছে। দলে জায়গা পাওয়ার তীব্র প্রতিযোগিতা রয়েছে। ভাল দলগুলির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাও রয়েছে আমাদের। তাই এ বার থেকে নির্দিষ্ট পদ্ধতি মেনে সব কিছু করতে হবে। তা হলেই সাফল্য আসবে।’

Share via
Copy link