More

Social Media

Light
Dark

বেঁচে থাকার অনুভূতি ফিরে পেলেন রোহিত

সবমিলিয়ে বোধহয় বেঁচে থাকার আনন্দটাই হারিয়ে ফেলেছিলেন ভারতীয় অধিনায়ক, ব্যর্থতার চোরাবালি তাঁকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। দমবন্ধকর পরিস্থিতি থেকে মুক্তিটা অবশ্য পেয়েছেন তিনি, ক্রিকেট বিধাতা তাঁর স্বস্তির ব্যবস্থা করে দিয়েছে।

দশ ম্যাচের দশটিতেই জয়, এই বুঝি বিশ্বকাপ এলো। এগারোতম ম্যাচে জিতলেই হাতে আসবে ট্রফি, অথচ সেখানেই বাঁধা হয়ে দাঁড়ালো অস্ট্রেলিয়া। স্বপ্নের এত কাছাকাছি এসে ফিরে যাওয়ার বেদনা ঘিরে ধরেছিল রোহিত শর্মাকে; শুধু ওয়ানডে বিশ্বকাপ নয়, এর আগে এই অস্ট্রেলিয়ার কাছেই টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও খুইয়েছিলেন তিনি।

সবমিলিয়ে বোধহয় বেঁচে থাকার আনন্দটাই হারিয়ে ফেলেছিলেন ভারতীয় অধিনায়ক, ব্যর্থতার চোরাবালি তাঁকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। দমবন্ধকর পরিস্থিতি থেকে মুক্তিটা অবশ্য পেয়েছেন তিনি, ক্রিকেট বিধাতা তাঁর স্বস্তির ব্যবস্থা করে দিয়েছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। রোমাঞ্চকর ম্যাচটা জিতে সেদিন বিশ্বকাপ ট্রফিতে চুমু এঁকে দিতে পেরেছিলেন রোহিত। আর তাতেই বেঁচে থাকার অনুভূতি পুনরায় ফিরে পেয়েছেন তিনি।

এই তারকা নিজেই বললেন সেই অনুভূতির কথা। মহারাষ্ট্রে নিজের ক্রিকেট একাডেমির সূচনাকালে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ’আমাদের মাথায় তিন চার মাস ধরে কেবল বিশ্বকাপ জয়ের ভাবনা ছিল, আমাদের মনে হচ্ছিলো এটা জিততেই হবে। চ্যাম্পিয়ন হওয়ার পর আমি আবার বেঁচে থাকার অনুভূতি ফিরে পাই।’

এছাড়া একাডেমির ব্যাপারে দারুণ আশাবাদ ব্যক্ত করেন হিটম্যান। তিনি বলেন, ‘আজ এখানে আমরা আমাদের ক্রিকেট একাডেমি শুরু করছি। আমি আশা করব এই একাডেমি থেকে পরবর্তী যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ বের হবে।’

টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এই ওপেনার, তাই তো অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তাঁর হাতে আছে অখণ্ড অবসর। তবে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নিশ্চয়ই নিজের প্রস্তুতি ঠিকঠাকভাবে সারবেন তিনি।

Share via
Copy link