রোহিতের যোগ্য উত্তরসূরী সুরিয়া

সেই শুরু, এরপর লং অফ, লং অন, মিড উইকেট, কাভার কিংবা নিজের প্রিয় স্কোয়ার লেগ অঞ্চল, বাংলাদেশি ফিল্ডারদের খাটিয়েছেন সর্বত্রই।

নিজের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণের দায়িত্ব যেন সুরিয়া নিজের হাতেই তুলে নিলেন। ড্রাইভ, সুইপ, স্কুপে তটস্ত রেখেছেন বাংলাদেশি বোলারদের। তাসকিন থেকে রিশাদ, সুরিয়ার বিরুদ্ধে মুখ থুবরে পড়েছে বাংলাদেশের পুরো বোলিং লাইনআপ।

বৃষ্টি ভেজা মাঠে টসে জিতে সবাইকে অবাক করে দিয়ে অধিনায়ক সুরিয়াকুমার যাদব সিদ্ধান্ত নিলেন ব্যাটিং করবেন। ব্যাটিং করার কারণ, বিরুদ্ধ কন্ডিশনে যদি কখনো আগে ব্যাটিং করতে বাধ্য হন, প্রস্তুতি নিয়ে রাখা চাই। বাংলাদেশ বিরুদ্ধ কন্ডিশন তৈরি করতে পারলো না। বলা ভালো, ভারতীয় ব্যাটাররা বিরুদ্ধ কন্ডিশন তৈরি করতে দিলেন না।

মাত্র তৃতীয় ওভারেই উইকেটে এসেছিলেন সুরিয়াকুমার যাদব। তানজিম সাকিবের প্রথম বলেই এলবিডব্লিউর জোরালো আবেদনও উঠেছিলো তার বিপক্ষে। বাংলাদেশ ডিআরএস নিতে চাইলে দেখা গেলো বল লেগ স্ট্যাম্পের বাইরে। বাংলাদেশি বোলারদের স্বস্তির সময় এতটুকুই। অহেতুক ডিআরএসে বিরক্ত হয়েই কি না কে জানে, রুদ্রম|ূর্তিতে হাজির হয়েছেন সুরিয়া।

তানজিম সাকিবের পরের বলেই কিপারের মাথার উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে জবাব দিয়েছেন। সেই শুরু, এরপর লং অফ, লং অন, মিড উইকেট, কাভার কিংবা নিজের প্রিয় স্কোয়ার লেগ অঞ্চল, বাংলাদেশি ফিল্ডারদের খাটিয়েছেন সর্বত্রই। খ্যাপাটে এই ইনিংসে সুরিয়া ৫০ রানে পৌছেছেন মাত্র ২৩ বলে।

ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ হওয়ার পরেও থামে নি সুরিয়ার ঝড়। শেষ পর্যন্ত ৩৫ বলে ৮ চার এবং ৫ ছয়ে যখন রিয়াদের বলে আউট হয়েছেন, নামের পাশে জ্বলজ্বল করছে ৭৫ রান। একটা শো শেষ হল যেন।

কেবল চার ছক্কায়ই থামেন নি সুরিয়া, তাসকিনের বলে অমাবশ্যার চাঁদ হয়ে একটা ডট বল হলে, বোলারকে প্রশংসা করতেও পিছপা হলেন না। নিজের উপর কতটা বিশ্বাস থাকলে এমনটা করা যায়! রোহিতের যোগ্য উত্তরসূরীই পেয়েছে ‘টিম ইন্ডিয়া’।

Share via
Copy link