বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দুয়ারে, আর এর আগে কোনো নাটক হবে না – তা কি করে হয়। নয়া বিপিএলে আগের অনেক জঞ্জালই ঝরে গেলেও নাটক টিকে থাকছে আগের মতই।
এবার যেমন, বিপিএল ড্রাফটের ঠিক আগের রাতে ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসকে নিয়ে হয়ে গেল মহানাটক। ড্রাফটের একদিন আগে, মানে ১৩ অক্টোবর সকালে বিপিএলের নবাগত দল ঢাকা ক্যাপিটালস জানিয়েছিল, বিদেশি কোটায় অ্যালেক্স হেলসকে দলে নিয়েছে তাঁরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঘটা করে এই ঘোষণা দেয়। দলসূত্রে জানা গেছে, ঢাকায় দলভুক্ত হওয়ার বিষয়ে খোদ এই ইংলিশ ব্যাটারই নিশ্চয়তা দিয়েছিলেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেয় চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস।
যদিও, মোড় ঘুরে যেতে সময় লাগে না। ঢাকা সূত্রে জানা যায়, তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্ততার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন।
ঘটনা যখন এই অবস্থানে স্থবির, তখন দৃশ্যপটে হাজির হয় রংপুর রাইডার্স। রাত ১২টা নাগাদ রংপুর জানিয়ে দিয়েছে হেলস তাদের দলে খেলবে।
রংপুর রাইডার্স দলে হেলস আগেও খেলেছেন। সেই জানাশোনার ভিত্তিতেই তিনি সিদ্ধান্ত পাল্টেছেন? নাকি ভিতরে আরও কিছু আছে? অ্যালেক্স হেলস নাটকের পুরোটা মঞ্চায়ন এখনও বাকি।