শামি ফিরবেন কি ফিরবেন না!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে ভারতের আসছে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভাল খেলার বিকল্প নেই। যেখানে মোক্ষম অস্ত্র মোহাম্মদ শামি। যিনি নিজের সবটা দিয়ে ফিরে আসার চেষ্টা করেছেন। তবে শেষ মূহুর্তের ইনজুরি স্রোতে সুস্থতার তীরে পৌঁছনো তার এখনও অনিশ্চিত। 

মোহাম্মদ শামি শেষবার ভারতীয় জার্সি গায়ে চড়ান ২০২৩ বিশ্বকাপ ফাইনালে। সেবার তারা নিজের মাটিতেই অস্ট্রেলিয়ার হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। সে সময়ের পর থেকে ইনজুরিতে মাঠের বাইরে তিনি। যদিও সফল পুনর্বাসনে থাকা শামির দলে ফেরা আবারও পড়েছে শঙ্কার মুখে।

২৩ বিশ্বকাপে তিনি বুমরাহ বা সিরাজের পিঠে দ্বিতীয় বোলার হিসেবে দলে ছিলেন। তার পরপরই পড়েন ডান পায়ের ইনজুরিতে। যেটাকে ডাক্তারি ভাষায় বলে একিলিস টেন্ডন।

পাঠকদের বোঝার সাপেক্ষে জানিয়ে রাখি। পায়ের গোড়ালির কিছুটা উপরে এ হাড় অবস্থিত। ফলে চলতি বছরের ফেব্রুয়ারিতে লন্ডনে চিকিৎসায় যান তিনি।

তবে এ সময়টা ভারত তার অভাব সেভাবে টের পায়নি। কারণ, ২০২৪ সালের প্রথম সাড়ে ১১ মাস তাদের দেশের বাইরে কোনো টেস্ট খেলতে হয়নি।

অন্যদিকে, বছরের শেষ প্রান্তে অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিকে সামনে রেখে চমৎকারভাবে পুণর্বাসনে ছিলেন শামি। যার নেপথ্যে ছিল ভারতে ন্যাশনাল ক্রিকেট একাডেমির স্পোর্টস সায়েন্স বিভাগ।

ফিরে আসার কথাও চলছিল চলতি নিউজিল্যান্ড সিরিজে। এবার বাদ সাধে প্রোটোকল। যেখানে আন্তর্জাতিক খেলায় নামার আগে তাকে খেলার আবহে নিজেকে মেলে ধরতে হবে।

সে ব্যবস্থাও নিয়ে রাখে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ঠিক হয় ভারতের জার্সি চড়ানোর আগে রনজি ট্রফিতে বেঙ্গল দলের হয়ে এক ম্যাচ খেলবেন তিনি।

ভাগ্যক্রমে রঞ্জিতে এক ম্যাচ খেলেও সিরিজের শেষ টেস্ট খেলবার মতো সময়ও পেয়ে যান তিনি। তবে ভাগ্যদেব বোধহয় এতটাও সহায় ছিলেন না ৩৪ বছর বয়সী এই পেসারের প্রতি।

বাদ সাধছে এবার হাঁটুর ইনজুরি। ফলে সামনের অস্ট্রেলিয়া সিরিজ পড়ছে হুমকির মুখে। যদিও দেশের বা দেশের বাইরে বিশেষত ইনজুরিতে অনেক তারকা ছাড়াও তাক লাগানোর নিদর্শন রয়েছে ভারতের।

তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পরিস্থিতির সাপেক্ষে সামনের সিরিজে ভাল খেলা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে ভারত দলের জন্য একরাশ আশা বয়ে আনা পেসার মোহাম্মদ শামি।

মোহাম্মদ শামি অজিদের বিরুদ্ধে ২০১৪-২৩ সালে ১২ টেস্ট খেলেছেন। যেখানে ৩২.0৯ গড়ে নিয়েছেন ৪৪ উইকেট। যার মাঝে অজিদের মাঠেই তিনি খেলেছেন ৮ খানা ম্যাচ যাতে তার ৩১ উইকেট।

এর কারণও স্পষ্ট। অজি পিচে নিজের স্বভাবত সুইং ও বাউন্স পেয়ে থাকেন তিনি। যা তাকে ভারত শিবিরে অজিদের বিরুদ্ধে অন্যতম বিধ্বংসী বোলার হিসেবেই চিহ্নিত করে।

তবে, এক্ষেত্রে ভারতীয় ফিজিওরাও বেশ সচেষ্ট। অধিনায়ক রহিত শর্মার ভাষ্য, ‘তিনি এনসিএ’র ফিজিও ও ডাক্তারদের সাথে কাজ করছেন। আমরাও আশায় আছি। আমরা সব কিছুর আগে তার ১০০% সুস্থতা চাই।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে ভারতের আসছে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভাল খেলার বিকল্প নেই। যেখানে মোক্ষম অস্ত্র মোহাম্মদ শামি। যিনি নিজের সবটা দিয়ে ফিরে আসার চেষ্টা করেছেন। তবে শেষ মুহূর্তের ইনজুরি স্রোতে সুস্থতার তীরে পৌঁছানো তার এখনও অনিশ্চিত।

Share via
Copy link