ভারতের দম্ভের দূর্গ হয়েছে চূর্ণ

অভেদ্য এক দূর্গ জয় করেছে নিউজিল্যান্ড। ভারতকে নিজেদের ঘরের মাঠে এতটা অসহায় মনে হয়নি বহুদিন ধরে।

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে থেমে থাকেনি নিউজিল্যান্ড। ভারতকে হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ দিয়েছে দলটি। ভারতের দূর্গকে ধুলোয় মিশিয়ে দিয়েছে কিউইরা। ভারতকে রীতিমত ‘রিয়েলিটি চেক’ দিয়েছে নিউজিল্যান্ড।

ওয়াংখেড়ে টেস্টেও হেরেছে ভারত। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ১৪৭ রানের টার্গেটে টিম ইন্ডিয়াকে আটকে দিয়েছে ১২১ রানে। ২৫ রানের জয় সঙ্গী হয়েছে এজাজ প্যাটেলদের। তাতে করে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে গ্লেন ফিলিপিসরা। এ রীতিমত অবিশ্বাস্য এক অর্জন বটে!

সেই ২০১৩ সালের পর থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারেনি ভারত। অভেদ্য এক দূর্গ জয় করেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচেই তারা দাপট দেখিয়েছে। ভারতকে নিজেদের ঘরের মাঠে এতটা অসহায় মনে হয়নি বহুদিন ধরে। ঠিক এতটাই প্রতাপ বিস্তার করেছে নিউজিল্যান্ড।

সিরিজে ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে ভারতীয়রা রয়েছে এগিয়ে। সর্বোচ্চ রান এসেছে ঋষাভ পান্তের ব্যাট থেকে। অন্যদিকে, সর্বাধিক উইকেট শিকার করেছেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু দলগত অর্জনের দিক থেকে বাজিমাত করেছে নিউজিল্যান্ড।

এর আগে কখনোই ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়নি ভারত। ঠিক কতটা তিক্ততা ছড়িয়েছে ব্ল্যাকক্যাপসরা তা নিশ্চয়ই আন্দাজ করে নেওয়া যায়।

তাছাড়া ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নও নড়বড়ে করে দিয়েছে নিউজিল্যান্ড। ভারতের ইতিহাসে বেশ বড়সড় দাগ কেটে দিয়ে গেল টম লাথামের নিউজিল্যান্ড।

Share via
Copy link