উড়ন্ত বার্সেলোনার জ্বালানি রাফিনহা

বার্সেলোনা উড়ছে আপন ছন্দে। আর সেই দিগন্তের পানে উড়ে যাওয়া দলটায় জ্বালানির জোগান দিচ্ছেন রাফিনহা।

বিজয় কেতন নিয়ে দূর্বার গতিতে ছুটে চলছেন রাফিনহা। গোল করছেন, সতীর্থদের গোল করাচ্ছেন সমানতালে। ইউরোপের সেরা পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে তিনি রয়েছেন এখন সবার উপরে। গোল ও অ্যাসিস্টের সংখ্যা ছাড়িয়েছে ২০ এর গণ্ডি। এই রাফিনহাকে রুখবে কে?

গেল মৌসুমে রাফিনহা মাঝারি মানের একজন খেলোয়াড় হিসেবেই করছিলেন বিচরণ। জাভির বার্সেলোনাতে তিনি কেমন একটা রঙহীন। কিন্তু হ্যান্সি ফ্লিকের বার্সেলোনায় তিনি বরং রঙিন এক প্রজাপতি। ফ্লিকের কৌশলের অলিখিত মধ্যমণি এখন রাফিনহা।

রাইট উইংয়ে লামিন ইয়ামালের মত তরুণ তুর্কি রয়েছেন। তাইতো নিজের পছন্দের পজিশনে খেলা হচ্ছে না তার। তাতে কি আর যায় আসে? বাম দিক থেকে আক্রমণে পূর্ণ মনোযোগ দিচ্ছেন রাফিনহা। প্রতিপক্ষের রক্ষণকে নড়বড়ে করে দিচ্ছেন প্রায় প্রতিটা ম্যাচে।

বার্সেলোনা উড়ছে আপন ছন্দে। আর সেই দিগন্তের পানে উড়ে যাওয়া দলটায় জ্বালানির জোগান দিচ্ছেন রাফিনহা। এখন অবধি ১২ খানা গোল করেছেন তিনি সব ধরণের প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন্স লিগে যৌথভাবে রয়েছেন শীর্ষ গোলদাতার তালিকায়। আর লা-লিগাতে রয়েছেন দ্বিতীয় অবস্থানে।

চ্যাম্পিয়ন্স লিগে ৫টি গোল রয়েছে তার নামের পাশে। অন্যদিকে, লা-লিগাতে গোল করেছেন সাতটি। শুধু গোল করেই এবারের মৌসুমে ক্ষান্ত থাকতে চাইছেন না ব্রাজিলিয়ান এই তারকা। নিঙড়ে দিতে চাইছেন নিজের ভেতরে থাকা সবটুকু। তাইতো সতীর্থদের ১০ খানা গোল করতে সাহায্য করেছেন তিনি।

গেল মৌসুমের পুরোটা জুড়ে মাত্র ২৩ খানা গোলে ছিল তার অবদান। এবারের মৌসুমের অর্ধেক পথ পাড়ি দেওয়ার আগেই ২২ খানা গোলে রেখেছেন অবদান। গুরুতর কোন ইনজুরি তাকে আটকে না দিলে এই সংখ্যাটা বাড়বে, তা নিশ্চিত।

অন্যদিকে, হ্যান্সি ফ্লিকের কৌশলে বার্সেলোনাও রয়েছে শিরোপার দৌড়ে। লা-লিগাতে টেবিল টপার, চ্যাম্পিয়ন লিগে তিন জয় ১ হার। গেল মৌসুমে শিরোপা শূন্য দলটা এবার সবকিছু জিতে নিতে চাইছে। আর তেমনটি হয়ে গেলে রাফিনহার কপালেও জুটতে পারে আগামী বছরের ব্যালন ডি’অর।

রাফিনহা হয়ত সেদিকে রাখছেন না নজর। আপাতত নিজের ভাল সময়টাকে উপভোগ করতে চাইছেন। অধিনায়কের ওই আর্মব্যান্ড পড়ে আগলে রাখছেন তারুণ্যের জয়গানকে। প্রকৃত নেতা হিসেবেই দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। এক নিতান্ত সাধারণ খেলোয়াড় থেকে নিজেকে পরিণত করছেন এক উজ্জ্বল চরিত্র হিসেবে।

Share via
Copy link