লা লিগায় গোলের মহোৎসব, পিচিচি দৌড়ে মজেছে সবাই

২০২৪/২৫ লালিগা মৌসুম দারুন ভাবে জমে উঠেছে। স্প্যানিশ লিগের সেরা গোলদাতার পুরস্কারের জন্য তারকারা তড়িঘড়ি শুরু করে দিয়েছেন। যতই মৌসুম সামনে অগ্রসর হচ্ছে ততই ভক্তরা চোখ রাখছেন রবার্ট লেওয়ান্ডস্কি, জুড বেলিংহামের মতো তারকাদের উপর।

২০২৪/২৫ লালিগা মৌসুম দারুন ভাবে জমে উঠেছে। স্প্যানিশ লিগের সেরা গোলদাতার পুরস্কারের জন্য তারকারা তড়িঘড়ি শুরু করে দিয়েছেন। যতই মৌসুম সামনে অগ্রসর হচ্ছে ততই ভক্তরা চোখ রাখছেন রবার্ট লেওয়ান্ডস্কি, জুড বেলিংহামের মতো তারকাদের উপর। এই তারকারা ইতোমধ্যেই এই লড়াইয়ে নিজেদের প্রমাণ করেছেন। লেওয়ান্ডস্কি বার্সেলোনার হয়ে দুই মৌসুম খেলার পর তৃতীয় মৌসুমে আবারও প্রস্তুত তার দাপট দেখানোর জন্য।

লা লিগায় এই সেরা গোলদাতার পুরস্কারের জন্য লড়াই শুধু ব্যক্তিগত নৈপূণ্যতার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই লড়াই আসলে বুঝিয়ে দেয় বড় ক্লাবগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা। এই মৌসুমে লড়াইটি পৌঁছে যাচ্ছে এক অন্য মাত্রায়, যা বিগত কিছু মৌসুমে দেখা যায় নি।

এই মৌসুমের সেরা গোলদাতাদের দিকে নজর দিলে লক্ষ করা যায় পরিচিত তারকাদের সাথে নতুন মুখের দেখা। একবার নজর দেওয়া যাক, কে কে রয়েছেন এবার সেই তালিকায়।

  • রবার্ট লেওয়ান্ডস্কি (বার্সেলোনা, ১৫গোল)

রবার্ট লেওয়ান্ডস্কি এই দশকের অন্যতম সেরা স্ট্রাইকার। তিনি ইতিমধ্যেই এই পুরস্কার জিতেছেন বার্সেলোনার হয়ে। তিনি বার্সেলোনার হয়ে প্রথম মৌসুমেই এই পুরস্কার জিতেছেন। সেই মৌসুমে তিনি ২৩টি গোল করে পুরস্কার জিতেছিলেন। এই মৌসুমে তিনি ইতোমধ্যেই ১৫টি গোল করেছেন। এই লড়াইয়ে তিনি এখন পর্যন্ত ভালো ব্যবধানে এগিয়ে আছেন।

  • ভিনিসিয়াস জুনিয়র( রিয়াল মাদ্রিদ, ৮গোল)

করিম বেনজেমা রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেওয়ার পর, উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র লস ব্লাঙ্কোসের হয়ে তার খেলায় উন্নতি করেছেন। ব্রাজিলিয়ান এই তারকা এই মৌসুমে শুধুমাত্র গোল করেই সীমাবদ্ধ থাকেননি। তিনি কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিস্টের মাধ্যমে জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে এবং রদ্রিগোকে সুযোগ তৈরি করে দিয়েছেন। এতে কার্লো আনচেলত্তির দল ঘরোয়া এবং ইউরোপীয় ফুটবলে একটি দুর্ধর্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

  • রাফিনহা( বার্সেলোনা, ৮গোল)

বার্সেলোনার তারকা রাফিনহা গ্রীষ্মে চেলসি ও সৌদি ক্লাবগুলোর প্রস্তাব প্রত্যাখ্যান করে বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্তের ফল এই মৌসুমে কাতালানদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে রাফিনহা। রাফিনহার অ্যাথলেটিক দক্ষতাকে নতুন কোচ হানসি ফ্লিক সম্পূর্ণভাবে উন্মোচন করেছেন।

  • আয়োজে পেরেজ ( ভিলারিয়াল, ৭গোল)

পেরেজ তার ক্যারিয়ার শুরু করেছিলেন সিডি টেনেরিফেতে। সেখানে তার পারফরম্যান্সের মাধ্যমে তিনি সকলের নজরে আসেন। ২০১৪ সালে নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার পর, তিনি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন। পরবর্তীতে লেস্টার সিটির হয়ে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জেতেন।

রিয়াল বেতিসে একটি মিশ্র সময় কাটানোর পর, তিনি স্প্যানিশ শীর্ষ ক্লাবগুলোর প্রতিদ্বন্দ্বী ভিলারিয়ালে যোগ দেন। ভিলারিয়ালের হয়ে এই মৌসুমে তিনি লা লিগার অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে শিরোনামে রয়েছেন।

  • কিলিয়ান এমবাপ্পে(রিয়াল মাদ্রিদ, ৭গোল)

বহু প্রতীক্ষার পড়ে এই ফরাসি তারকা রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। ফ্রেঞ্চ লিগের ছয়টি ধারাবাহিক গোল্ডেন বুট তার নামের সঙ্গে যুক্ত করে তিনি স্পেনে পদার্পণ করেন। এর পাশাপাশি, তার ঝুলিতে রয়েছে ২০২২ সালের বিশ্বকাপ গোল্ডেন বুট এবং ২০২৩/২৪ চ্যাম্পিয়ন্স লিগ গোল্ডেন বুট। কিন্তু এই মৌসুমে পিচিচি ট্রফির জন্য এমবাপ্পের পারফরেন্স আশানুরূপ হচ্ছে না।

Share via
Copy link