জাকের আলী ইজ আ ফাইটার!

রানিং বিটুইন দ্য উইকেটে তিনি ছিলেন অনন্য, নিজে দৌঁড়েছেন, পার্টনারকেও দৌঁড়াতে বাধ্য করেছেন। প্রতিটা রানের জন্য লড়াই করেছেন।

টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট – তিন ফরম্যাটেই শুরুটা তাঁর ছবির মত সুন্দর। টি-টোয়েন্টিতে অবশ্য বিশ্বকাপের মঞ্চে প্রত্যাশার চাপ মেটাতে পারেননি, সমালোচনা হয়েছে। তবে, এর মধ্যেই লড়ে যাচ্ছেন তিনি। সত্যিকারের ফাইটার তিনি।

তাঁর এই লড়াকু চরিত্রটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও দেখা গেল। অ্যান্টিগা টেস্টে দলের দু:সময়ে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরির দেখাও পেয়েছেন ওই লড়াই করেই।

১৪৫ রানের মাথায় যখন তিনি ক্রিজে আসেন, তখন বাংলাদেশ দলের পাঁচটি উইকেট নেই। দলের স্বীকৃত শেষ ব্যাটার তিনি। সেখানে দাঁড়িয়ে হাফ সেঞ্চুরি পাওয়া সহজ কাজ নয়।

এক কথায় বলা যায় জাকের আলীর ৫৩ রানের ইনিংসটার ওপর ভর করেই ফলোঅনের বাঁধা টপকে যায় বাংলাদেশ। এই পথে সঙ্গী পেয়েছিলেন তাইজুল ইসলামকে।

অষ্টম উইকেট জুটিতে এই দু’জন মিলে যোগ করেন ৬৮ রান। সেখানে ২৫ রান করেন তাইজুল। বাকিটা এসেছে জাকেরের ব্যাট থেকে। সিঙ্গেলকে ডাবল বানানো, ডাবলকে ট্রিপল বানিয়ে খেলেছেন জাকের।

রানিং বিটুইন দ্য উইকেটে তিনি ছিলেন অনন্য, নিজে দৌঁড়েছেন, পার্টনারকেও দৌঁড়াতে বাধ্য করেছেন। প্রতিটা রানের জন্য লড়াই করেছেন।

ইনিংসটা আরও বড় করা সম্ভব ছিল। জাস্টিন গ্রিভসের বলে ডাউন দ্য উইকেটে মারতে গিয়েছিলেন, বল ব্যাটেও বলে হয়। কিন্তু, মাঝে এসে পড়ে অ্যান্টিগার বেরসিক বাতাস। বল জমা হয় জায়ডেন সিলসের হাতে। দুর্ভাগ্য ভাবতেই পারেন জাকের, তবে লম্বা দৌড়ে টিকতে হলে এই বাঁধাগুলোও তো অতিক্রম করতে হবে।

Share via
Copy link