তাসকিনরা নিজেদের আসল কাজটাই করছেন

ব্যাট হাতে না হোক, বল হাতে তো ভূমিকা এই দু’জনই রাখছেন। এটাই তো তাঁদের আসল কাজ।

১৮১ রান পিছিয়ে থাকার পরও কেন ইনিংস ঘোষণা করল বাংলাদেশ? সেই জবাবটা দিলেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের হিসারটা ছিল পরিস্কার। সকালের ক্যারিবিয়ান উইকেটের ময়েশ্চারটা কাজে লাগানো। আর সেই কৌশলে সফল বাংলাদেশ দল।

মাত্র ৩৯ রানের মধ্যেই নিজেদের প্রথম তিন ব্যাটারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগার উইকেটের রহস্য ভেঁদ করে তাসকিনের ডেলিভারিগুলো একেকটা গোলা হয়ে আঘাত করছিল যেন।

সবচেয়ে সফল এই ডানহাতি পেসারই ছিলেন। প্রথম দু’টি আঘাত তিনিই হানেন। মিকাইল লুইস উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন দাসের কাছে। এরপর কেসি কার্টিকেও ফেরান তাসকিন, স্লিপে ক্যাচ বানিয়ে।

এর ঠিক পরের ওভারেই ফিরে যান বিপজ্জনক হয়ে ওঠা ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। তিনি স্লিপে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দেন। বোলার শরিফুল ইসলাম। স্লিপে ব্যস্ত সময় কাটিয়েছেন জয়। দু’টো ক্যাচই তাঁর নেওয়া।

এর আগে বাংলাদেশ নয় উইকেটে ২৬৯ রান করে ইনিংস ঘোষণা করে। তাসকিন ১১ ও শরিফুল ৫ রান করে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন সকালে বিতর্কিত এক সিদ্ধান্তে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

ব্যাট হাতে না হোক, বল হাতে তো ভূমিকা এই দু’জনই রাখছেন। এটাই তো তাঁদের আসল কাজ।

Share via
Copy link