৩০ লাখ থেকে এক কোটি ৩০ লাখ। গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার লড়াই জিতেছে গুজরাট। তারা দলে নিয়েছে গুরনূর ব্রারকে। ২৫ নভেম্বর, জেদ্দায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ মেগা নিলামের দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটে।
ব্রারের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ টাকা। তবে নিলাম শেষে তার বেতন গিয়ে দাঁড়ায় ১ কোটি ৩০ লক্ষ টাকা। ২৪ বছর বয়সী এই পেসার ২০২৩ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন। তাকে দলে রীতিমত যুদ্ধ করেছে গুজরাট ও চেন্নাই। ব্রারের শক্তিমত্তা কি, এই প্রশ্ন তাই উঠছে সকলের মনে।
ব্রারের বড় হাতিয়ার হচ্ছে তার উচ্চতা। তিনি ৬ ফুট ৬ ইঞ্চি লম্বা। তার বাউন্স এবং গতির মাধ্যমে তিনি ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারেন। ২০২৪ সালের শের-ই-পাঞ্জাব টি-টোয়েন্টি লিগে ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি।
সম্প্রতি তিনি ভারত জাতীয় দলের নেট অনুশীলনেও জায়গা করে নিয়েছিলেন। সেখানে তার পেস এবং বাউন্স ব্যাটারদের জন্য বিভীষিকা তৈরি করেছিল। বাংলাদেশের পেসার নাহিদ রানার গতির সাথে টক্কর দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই তাকে সংযুক্ত করা হয়েছিল।
ব্রার এর আগে গুজরাট টাইটান্সের নেট বোলার হিসেবে ছিলেন। এবার তিনি ঈশান্ত শর্মা, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার মতো তারকা পেসারদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। শুভমান গিলের নেতৃত্বাধীন এই দলে তিনি নিজেকে আরও শাণিত করবার প্রয়াশই চালাবেন নিশ্চয়ই।
মুক্তসরের এই ক্রিকেটার ২০২৪-২৫ রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছেন। পাঁচ ম্যাচে তিনি ১৬.৪৫ গড় এবং ৩১.৬৫ স্ট্রাইক রেটে ২০টি উইকেট শিকার করেছেন। যদিও ২০২৪ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফির শুরুটা তার জন্য ভালো হয়নি। বেঙ্গলের বিপক্ষে ম্যাচে তিনি ২ ওভারে ৪১ রান হজম করেন।
ব্রারের বয়সটা অল্প। এখনও একটা লম্বা সময় কাটাতে হবে তাকে। সম্ভাবনা রয়েছে, সেই সাথে আছে গতি। ঠিক সে কারণেই তাকে দলে নিয়েছে গুজরাট। ভবিষ্যতের কথা চিন্তা করে তার জন্যে লড়াই করেছে গুজরাট। তাছাড়া আশিষ নেহরার তত্বাবধানে তিনি কার্যকর একজন বোলারে পরিণত হবেন। সেই প্রত্যাশা নিশ্চয়ই করছে গুজরাট।