রোহিত ফেরাটাই ভারতের জন্য ‘নেগেটিভ’

যদিও গুঞ্জন আছে দলের স্বার্থে রোহিতকে দেখা যেতে পারে মিডিল অর্ডারে, নম্বর পাঁচ বা ছয়ে।

অস্ট্রেলিয়াতে দলের সাথে যোগ দিয়েছেন রোহিত শর্মা। দেবদূত পাদ্দিকালের পরিবর্তে দ্বিতীয় টেস্ট থেকেই আবারও মাঠে নামবেন তিনি। পিংক বলের টেস্টে তাই ক্যানবেরাতে যশস্বী জয়সওয়ালের ওপেনিং পার্টনার কে হবেন সেটিই এখন বড় প্রশ্ন।

লাল বলের অধিনায়ক রোহিতের জন্য হয়ত ওপেনিং পজিশনটা ছাড়তে হবে লোকেশ রাহুলকে। সেক্ষেত্রে তিনি খেলতে পারেন নম্বর তিনে, তবে সেটিও নির্ভর করছে শুভমান গিল ইনজুরি থেকে ফিরছেন কি-না তার উপরে।

যদিও, গুঞ্জন আছে দলের স্বার্থে রোহিতকে দেখা যেতে পারে মিডল অর্ডারে, নম্বর পাঁচ বা ছয়ে। রোহিতের অবর্তমানে রাহুল ওপেনিংয়ে সুযোগ পেয়ে অস্ট্রেলিয়ার পেস ত্রয়ীর সামনে বুক চিতিয়েই লড়েছেন তিনি।

ভারত এ দলের হয়ে মেলবোর্নে আর পার্থে জাতীয় দলের হয়ে টেস্টে টপ অর্ডারে বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি। থিতু হতে চাইছেন পছন্দের ওপেনিং পজিশনটায়।

অপরদিকে বিগত ৫ বছর ধরেই ভারতীয় অধিনায়ক রোহিত লাল বলের ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন। ঘরের বাইরে তো বটেই, নিজেদের মাটিতেই সর্বশেষ পাঁচ টেস্টে রোহিতের পারফরম্যান্স খুবই বাজে। যদিও মারকাটারি ব্যাটার রোহিত অস্ট্রেলিয়াতে খুলতে পারেন রানের চাকা।

ইনজুরিতে মাঠের বাইরে আছেন শুভমান গিল। তবে নেটে ঘাম ঝাড়াচ্ছেন তিনিও, যদি পূর্ণ প্রস্তুত হয়ে যান তাহলে শেষ মূহুর্তে ধ্রুব জুরেলের পরিবর্তে দলে ঢুকবেন তিনি।

অ্যাডিলেড ওভালের স্পিন সহায়ক উইকেটে ট্যাক্টিকাল পরিবর্তন হতে পারে ভারতের একাদশে। পার্থ টেস্টে অভিজ্ঞ রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাকে টপকে দলে সুযোগ  পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর।

২০২০ পিংক বল টেস্টে অ্যাডিলেডে ৩৬ রানে অল আউটের লজ্জায় পড়ার আগে ৪৫ রানে স্টিভ স্মিথসহ চার উইকেট নিয়ে প্রথম ইনিংসে ভারতকে লিড এনে দিয়েছিলেন অশ্বিন। যদিও নেটে অশ্বিন, জাদেজা, সুন্দরকেওই তেমন আর্কষনীয় কিছুই করতে পারছে না। তার উপরে পিংক বলে স্পিনার খুবই কম ব্যবহৃত হয়, সেক্ষেত্রে বিবেচনায় আসবে ব্যাটিংটাও।

বিদেশের মাটিতে ভারতের সাফল্যে অন্যতম অবদান জাদেজার ব্যাটিং। যদিও আগের টেস্টেই ওয়াশিংটন সুন্দর বেশ ভালোই ব্যাট চালিয়েছেন। ভারতকে ৫০০ রানের মাইলফলকে পৌছাতে বিরাট কোহলির সাথে বেধেঁছিলেন ৮৯ রানের জুটিও। ভারতের ক্রিকেট প্রেমীরা তাই এখন দেখার অপেক্ষায়, অ্যাডিলেডে একাদশ আর ব্যাটিং অর্ডারে কি পরিবর্তন আসে তাই নিয়ে।

Share via
Copy link