হাসান মাহমুদও অনিশ্চিত

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা ২৩ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন হাসান মাহমুদ। কিন্তু পিঠের চোটের কারণে চূড়ান্ত দলে অনেকটাই অনিশ্চিত এই তরুণ পেসার। চোট পাওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিমের তত্ত্বাবধায়নে রয়েছেন তিনি।

আজ নিজ জেলা লক্ষ্মীপুর থেকে ঢাকায় ফিরে বিসিবির চিকিৎসকদের তত্ত্বাবধায়নেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন হাসান মাহমুদ। এই পেসার খেলা ৭১ – কে জানিয়েছেন ব্যথা কমে যাওয়াতে প্রথমে তাকে ফিজিও থেরাপি দেওয়া হবে। এরপর চিকিৎসকদের পরামর্শেই বাকি কাজ শুরু করবেন তিনি।

শ্রীলঙ্কা সিরিজ শুরু হতে আর মাত্র ছয় দিন বাকি রয়েছে। এই অল্প সময়ে সুস্থ হয়ে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া অনেকটাই কঠিন। হাসান মাহমুদ জানিয়েছেন তার কাছে আগে ফিট হওয়াটা জরুরি। শ্রীলঙ্কা সিরিজের আগে এই সময়ে সম্পূর্ণ ফিট না হতে পারলে তার কিছুই করার নেই।

তিনি বলেন, ‘ব্যথা কমছে, এখন ট্রেনিংয়ে নামবো ইনশাআল্লাহ। চিকিৎসকরা ফিজিও থেরাপি দেবে। শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারবো কিনা এটা এখনই বলতে পারছি না, কাজ শুরু করার পর বুঝতে পারবো। আগে ফিট হয়ে নেই। হাতে বেশি সময়ও নেই। সময় না থাকলে তো কিছু করার নেই।’

বলাই বাহুল্য পেস আক্রমণ নিয়ে বাংলাদেশের শঙ্কা ক্রমেই বাড়ছে। একদিন আগেই জানা গিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে অনিশ্চিত অভিজ্ঞ পেসার রুবেল হোসেন, এবার তাতে যোগ হল হাসানের নাম।

গত জানুয়ারিতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল হাসান মাহমুদের। অভিষেকেই বল হাতে আলো ছড়িয়েছিলেন এই পেসার। নিজের প্রথম ম্যাচে ৬ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি।

এরপর দ্বিতীয় ওয়ানডেতে এক উইকেট পেলেও তৃতীয় ওয়ানডেতে সুযোগ হয়নি তার। আর সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এক উইকেট পেলেও পরের দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সুযোগ হয়নি হাসান মাহমুদের।

ঈদের ছুটি শেষে আজ থেকে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তিন দিন অনুশীলন করার পর ২০ মে নিজেদের মধ্যে ভাগ হয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) ৪ নম্বর মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সিরিজ শুরুর আগে আবার দুই দিন অনুশীলন করার সুযোগ পাবেন স্বাগতিক ক্রিকেটাররা।

২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর আড়াইটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link