দ্য ফল অব আ মাইডাস টাচ!

ফিটনেস থেকে ব্যাটিং, ব্যাটিং থেকে স্ট্যামিনা- সবকিছু নিয়েই কাজ করছেন লিটন। কিন্তু এত প্রচেষ্টার সমীকরণের শেষটায় অংক মিলছে না। 

ফর্মে ফিরতে যা কিছু করা সম্ভব সবই করছেন লিটন দাস। তবুও লিটনের সেই মনোমুগ্ধকর ব্যাটিংয়ের দেখা মিলছে না বাইশ গজে। তবে কি লিটন হারিয়ে ফেলেছেন নিজের সেই ‘মাইডাস টাচ’?

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তখন প্রায় শূন্য। চা বাগান কুয়াশায় আবছা। এমন সকালে আরামের বিছানা ছেড়ে সবার আগে মাঠে এসেছে লিটন। প্রায় ঘন্টা খানেক জিমে কসরত করেছেন। ঢাকা ক্যাপিটালসের দলগত অনুশীলন ছিল বেলা ১২টায়। তবে প্রায় দুই ঘন্টা আগে একাই মাঠে উপস্থিত হয়েছেন লিটন।

কমলা রঙা এক জার্সি গায়ে চাপিয়ে তিনি নেমেছিলেন ব্যাটিং অনুশীলনে। গায়ের ঐ জার্সি হতে পারে রুপক। নিজের উজ্জ্বল দিনগুলো হয়ত খুব তাড়িয়ে বেড়াচ্ছে লিটনকে। যেহেতু গা গরমের কাজটা তিনি আগেই সেরে ফেলেছেন, তাই তো সবার আগে তিনিই শুরু করেছেন ব্যাটিং অনুশীলন।

লিটন দাস আর সফট ডিসমিসাল যেন হয়ে গেছে এক অমর প্রেম-গাঁথা। লিটনের নিশ্চয়ই বুঝতে বাকি নেই নিজের দুর্বলতা। তাই তো তিনি নেটে পাওয়ার শট খেলেছেন। বেশ কিছু শট হয়েছেও লিটন সুলভ। আবার কিছু শট হয়েছে মিস টাইমিং। প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে চলল লিটনের নিজেকে ঝালিয়ে নেওয়া।

সেখানেই ইতি টানেননি ডানহাতি এই ব্যাটার। ব্যাটিং শেষে জার্সি বদলে দৌড়েছেন। ‘স্প্রিন্ট’ দৌড়ে নিজের ফুসফুসকেও দিয়েছেন প্রসারিত হওয়ার সুযোগ। ফিটনেস থেকে ব্যাটিং, ব্যাটিং থেকে স্ট্যামিনা- সবকিছু নিয়েই কাজ করছেন লিটন। কিন্তু এত প্রচেষ্টার সমীকরণের শেষটায় অংক মিলছে না।

তাতেই অন্তত প্রমাণিত হয়, লিটনের বিশ্রাম প্রয়োজন। মাঝে মধ্যে নিজের সবচেয়ে প্রিয় বিষয়, বস্তু বা মানুষের কাছ থেকে দূরত্ব বাড়াতে হয়। প্রিয় কোন কিছুর অনুপস্থিতি উপলব্ধি করায় গুরুত্ব। সেই গুরুত্ব বাড়িয়ে দেয় আকড়ে ধরার আকাঙ্ক্ষা। লিটনের মাইডাস টাচ ফেরতের তাই একটাই রাস্তা খোলা, বিশ্রাম।

Share via
Copy link