অভ্যন্তরীণ কোন্দল, চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনায় পিছিয়ে ভারত

দলের মধ্যে দেখা দিয়েছে অভ্যন্তরীণ কোন্দল। ভারতীয় দল এখন এক ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়েই যাচ্ছে। কোচ আর অধিনায়কের দ্বন্দ্বটাও অনেকটা দিনের আলোর মতই পরিষ্কার। দলের অধিকাংশ গোপন তথ্যও নাকি ফাঁস করে দিচ্ছে মিডিয়ায়, এমন অভিযোগও উঠেছে অনেক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে। এত নাটকীয়তার মধ্যেই দল ঘোষণা করতে হবে ভারতকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল প্রকাশ্যে গড়িমসি করছে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ওয়ানডে ভিত্তিক বহুজাতিক টুর্নামেন্টটির জন্য, দল ঘোষণার শেষ তারিখ চলতি বছরের ১২ জানুয়ারি। শেষ মুহূর্তে এসে বিসিসিআই জানিয়েছে ,দল ঘোষণা করতে আরও কিছু দিন সময় লাগবে তাঁদের।

সহজেই অনুমান করা যায়, সাম্প্রতিক সময়ে ঘরে-বাইরে সবখানেই নাস্তানাবুদ হওয়া ভারত বেশ বিপাকেই আছে এখন। সাধারনত প্রতিটা গ্লোবাল ইভেন্ট শুরুর এক মাস আগে, সব দলকেই একটা প্রাথমিক স্কোয়াড জমা দিতে বলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাউন্সিল (আইসিসি)। এই প্রাথমিক স্কোয়াড পরবর্তীতে পরিবর্তনের সুযোগ থাকে দলগুলোর সামনে। কিন্তু, এবার টুর্নামেন্ট শুরুর পাঁচ সপ্তাহ আগেই দলগুলোর কাছে স্কোয়াডে চেয়ে বসেছে আইসিসি।

সম্প্রতি টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় ওয়ানডে স্কোয়াড তৈরিতে একটু সময় লাগবে বলে জানিয়েছে বিসিসিআই। জানুয়ারি মাসের ১৮ বা ১৯ তারিখ প্রকাশ হতে পারে ভারতের বহুল কাঙ্ক্ষিত স্কোয়াড। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হবে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে। এর আগেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।

ধারণা করা হচ্ছে, সেই স্কোয়াডে জায়গা প্রাপ্তদের অধিকাংশকেই নিয়েই গঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড। যদিও এই মূহুর্তে মাঠ ও মাঠের বাইরে বহু ঝামেলায় জর্জরিত ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জায় বিধ্বস্ত হয়েছে তারা। এরপরে অস্ট্রেলিয়া গিয়েও বোর্ডার গাভাস্কার সিরিজ হেরে ছিটকে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও।

দলের মধ্যে দেখা দিয়েছে অভ্যন্তরীণ কোন্দল। ভারতীয় দল এখন এক ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়েই যাচ্ছে। কোচ আর অধিনায়কের দ্বন্দ্বটাও অনেকটা দিনের আলোর মতই পরিষ্কার। সাম্প্রতিক সময়ে ব্যাটারদের ব্যর্থতায় বেশ চটেছেন কোচ গৌতম গম্ভীর।

যারা ম্যাচের সিচুয়েশন না বুঝে ‘ন্যাচারাল গেমের’ দোহাই দিয়ে দলকে পিছিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজেই তিনি টিম মিটিংয়ে সাফ জানিয়ে দিয়েছেন, ‘অনেক হয়েছে, আর না।’ পরবর্তীতে সেই সিরিজের শেষ টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা বিশ্রাম নিলে গুঞ্জন আরও জোরালো হয়।

দলের অধিকাংশ গোপন তথ্যও নাকি ফাঁস করে দিচ্ছে মিডিয়ায়, এমন অভিযোগও উঠেছে অনেক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে। এত নাটকীয়তার মধ্যেই দল ঘোষণা করতে হবে ভারতকে। অবশেষে দীর্ঘ ইনজুরির পরে জাতীয় দলে ফিরছেন মোহাম্মদ শামী। ফর্মের তুঙ্গে থাকা যশস্বী জয়সওয়ালও হয়ত যাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, দলে থাকতে পারেন ওয়াশিংটন সুন্দরও।

একাধিক বিশ্বস্ত সূত্রের দাবি, পাঁচ ব্যাটার, দুই উইকেট রক্ষক, দুই অলরাউন্ডার, চার পেসার আর দুই স্পিনার নিয়ে দল সাজাবে ভারত। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াডটি হবে : রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিং।

যদিও বেশ কিছু জায়গায় আসতে পারে পরিবর্তন। কেননা নিতিশ কুমার রেড্ডি, সানজু স্যামসন, রবীন্দ্র জাদেজারাও যে আছেন বিবেচনায়। শেষ অবধি কেমন হবে ভারতের স্কোয়াড সেটি জানার অপেক্ষায় এখন পুরো ক্রিকেট বিশ্ব।

Share via
Copy link