বিবাহ বিচ্ছেদ একাদশ – ক্রিকেটে কতশত অদ্ভুত একাদশ ইতোমধ্যে তৈরি হয়েছে, আরো নিশ্চয়ই হবে। এরই মধ্যে খেলা-৭১ তৈরি করেছে বিবাহবিচ্ছেদ একাদশ, জীবনের বিভিন্ন পর্যায়ে এমন অস্বস্তিকর অভিজ্ঞতা হয়েছে এমন ক্রিকেটাররা থাকছেন এই দলে।
- শিখর ধাওয়ান (ভারত)
নয় বছরের বিবাহিত জীবন শেষে স্ত্রী আয়িশা মুখার্জিকে বিদায় বলতে বাধ্য হয়েছিলেন শিখর ধাওয়ান। আর তাঁর ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কাল্পনিক একাদশের ওপেনারের দায়িত্ব তাই তিনিই সামলাবেন।
- তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা)
২০১০ সালের পর থেকে শ্রীলঙ্কা যে আইসিসি ট্রফিতে একের পর এক সাফল্য অর্জন করেছিল সেটার অন্যতম পুরোধা ছিলেন তিলকারত্নে দিলশান। তবে ব্যক্তি জীবনে তিনি শিকার হয়েছেন দুর্ভাগ্যের, নিলাঙ্কা ভিথানাজের সঙ্গে তাঁর বিবাহ টেকেনি। উল্টো মামলায় জড়িয়ে বিপাকে পড়েন তিনি।
- মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে সফল হলেও সংসার জীবনে সফল হতে পারেননি মাইকেল ক্লার্ক, সাত বছর পর কাইলি ক্লার্কের সঙ্গে বিচ্ছেদ ঘটে তাঁর।
- মোহাম্মদ আজহারউদ্দীন (ভারত)
ওপেনিংয়ে ধাওয়ানের সঙ্গী হবেন মোহাম্মদ আজহারউদ্দীন। যদিও তাঁর বিয়ে ধাওয়ানের তুলনায় অনেক বেশি সময় টিকেছিল। ১৯৯৬ সালে সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেছিলেন তিনি, আর সেই সম্পর্ক ভেঙে যায় ২০১০ সালে।
- শোয়েব মালিক(পাকিস্তান)
বিয়ে আর শোয়েব মালিক অবশ্য সমার্থক হয়ে গিয়েছেন। এখন পর্যন্ত দুইবার বিবাহ বিচ্ছেদের অভিজ্ঞতা হয়েছে তাঁর, আপাতত তৃতীয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবন পার করছেন তিনি।
- খালেদ মাসুদ পাইলট (বাংলাদেশ)
একমাত্র বাংলাদেশি হিসেবে একাদশে আছেন খালেদ মাসুদ পাইলট, দলের উইকেটরক্ষকের দায়িত্ব তাই তিনিই পালন করবেন। তবে তাঁর বোধহয় খুব একটা ভাল লাগবে না এমন একাদশে জায়গা পেয়ে।
- ইমরান খান (পাকিস্তান)
ক্রিকেটে যেমন সবার সেরা, তেমনি অনাকাঙ্ক্ষিত দিকেও কম যাননি ইমরান খান। ২০০৪ সালে জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর, এরপর ২০১৫ সালে রেহাম খানের সঙ্গে একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে। যাহোক, কাল্পনিক একাদশের অধিনায়কত্ব যে তিনিই করবেন তা আর বলার অপেক্ষা রাখে না।
- শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)
নারী কেলেঙ্কারি জড়িয়ে আছে শেন ওয়ার্নের জীবনে। একই কারণে তাঁর নিজের বৈবাহিক জীবনের ইতি ঘটে; ২০০৫ সালে সিমিওনে ক্যালাহান তাঁকে ছেড়ে যান।
- অনিল কুম্বলে (ভারত)
১৯৯৯ সালে নিজের প্রথম স্ত্রী চেতানার সঙ্গে বন্ধন ছিন্ন করেছিলেন অনিল কুম্বলে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্ক আছে অনেক, তবে ক্রিকেটের কুম্বলেকে নিয়ে সংশয় নেই কারোই।
- জাভাগাল শ্রীনাথ (ভারত)
ভারতের অন্যতম সেরা পেসার জাভাগাল শ্রীনাথকে ছাড়া অসম্পূর্ণ থাকবে এই একাদশ। ১৯৯৯ সালে জয়থসানার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেছিলেন তিনি, তবে আট বছর পর সেই জীবনকে বিদায় বলেন দু’জনেই।
- মোহাম্মদ শামি (ভারত)
পেস জুটি হিসেবে শ্রীনাথের সঙ্গে একাদশে আছেন মোহাম্মদ শামি। হাসিন জাহানের সঙ্গে শামির দ্বন্দের গল্প ক্রিকেট পাড়ার সবারই জানা – বিচ্ছেদের পরেও তাঁকে বিভিন্ন ঝামেলার মুখোমুখি হতে হয়েছে।
- ইমপ্যাক্ট প্লেয়ার – রবি শাস্ত্রী (ভারত)
কিংবদন্তি ক্রিকেটার, জনপ্রিয় ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক – সবমিলিয়ে ক্রিকেটাঙ্গনে রবি শাস্ত্রীর খ্যাতি সীমাহীন। তবে এত খ্যাতির মাঝেও দুঃখ আছে তাঁর, ২২ বছর সংসার করা সত্ত্বেও বিচ্ছেদ ঠেকাতে পারেননি তিনি।