চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পরেই যেন ভাগ্যের দুয়ার খুলে গেল লিটন দাসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের প্রথম সেঞ্চুরি পাওয়ার পরদিনই দল পেলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। ৫০ হাজার ডলারের বিনিময়ে তাঁকে ড্রাফট থেকে দলে নিয়েছে করাচি কিংস।
প্রথম বারের মত কোনো ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। লিটনের মত একই দামে তিনি খেলবেন বাবর আজমের দল পেশোয়ার জালমিতে। এই তালিকাতে আছেন রিশাদ হোসেনও। তাকে ৮৫ হাজার ডলারের বিনিময়ে তিনি ডাক পেয়েছেন লাহোর কালান্দার্স দলে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্য বাংলাদেশের লেগ স্পিন বিস্ময় রিশাদের জন্য নতুন কিছু নয়। বিগ ব্যাশে তিনি রিকি পন্টিংয়ের সুপারিশে হোবার্ট হারিকেন্সে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে, এনওসি ইস্যুতে বিগ ব্যাশ খেলা হয়নি। এখন বিপিএলে খেললেও প্রায়ই তিনি একাদশের বাইরে থাকছেন। পিএসএলেও তিনি বেঞ্চ গরম করবেন কি না, সেটা সময়ই বলে দেবে!
তবে, বেঞ্চ গরমের ব্যাপারটা লিটন দাসের জন্য অন্তত শুরুর দিকে সত্যিই হতে যাচ্ছে। কারণ, আগামী এপ্রিলে শুরু হতে যাওয়া পিএসএলে করাচি কিংস দলের প্রথম উইকেটরক্ষক টিম সেইফার্ট। অধিনায়ক শান মাসুদ সেটাই স্মরণ করিয়ে দিলেন।
তিনি বলেন, ‘শেষ বছরে পাওয়া প্লে-তে আমরা টিম সেইফার্টকে দিয়ে সাফল্য পেয়েছি। এবারও সেই লক্ষ্য থাকবে। সাথে ব্যাক আপ উইকেটরক্ষক ব্যাটার হিসেবে লিটন দাস থাকছেন।’ লিটনের প্রশংসায় অবশ্য কমতি রাখেননি শান মাসুদ। তিনি বলেন, ‘ব্যক্তিগত ভাবে আমি লিটনের ভক্ত। ও টপ কোয়ালিটির ক্রিকেটার।’
আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের সর্বশেষ হাফ সেঞ্চুরি এসেছে এই পাকিস্তানের মাটিতেই। এবার কি তবে পিএসএলেই পাবেন ক্যারিয়ারের আরেকটা লাইফলাইন? উত্তরের জন্য সময়ের অপেক্ষা করার বিকল্প নেই।