রিভিউয়ে সফল সোহান প্রমাণ করলেন আম্পায়ার সৈকতও ভুলের ঊর্ধ্বে নন!

ব্যাটে না প্যাডে আগে লেগেছে এই নিয়ে শুরু হল ধোয়াসা। আম্পায়ার সৈকত জানালেন নট আউট। অনেকক্ষণ বোলারের সাথে কথা বলে শেষ মুহূর্তে রিভিউ নেন সোহান। প্রমাণ হল সৈকতও আসলে রক্ত-মাংসের মানুষ!

আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের ভুল ধরা ইদানিং খুব কঠিন। সেই কাজটা রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ বা প্যাট কামিন্সরা পারছেন না। কিন্তু পারলেন বাংলাদেশের নুরুল হাসান সোহান।

ঘটনা ঘটল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে। রংপুরের মুখোমুখি হয় চিটাগং কিংস। সেখানেই রিভিউ নিয়ে সফল হন সোহান। খুশদিল শাহের ফুলার লেন্থের বলটা আউট সাইড অফ হয়ে ড্রিফট করে চলে যাচ্ছিলো লেগ আর মিডল স্ট্যাম্পের দিকে। বোকা বনে যান ব্যাটার নাইম ইসলাম।

ব্যাটে না প্যাডে আগে লেগেছে এই নিয়ে শুরু হল ধোয়াসা। আম্পায়ার সৈকত জানালেন নট আউট। অনেকক্ষণ বোলারের সাথে কথা বলে শেষ মুহূর্তে রিভিউ নেন সোহান। প্রমাণ হল সৈকতও আসলে রক্ত-মাংসের মানুষ!

পরবর্তীতে দেখা গেল, বল আগে প্যাডেই লেগেছে। ফলে যা হবার তাই। মানুষরুপি মেশিনও ফেল করে গেলেন। কারণ বলটা যে ইন লাইনে, পিচিং আউট সাইড অফ আর স্পষ্ট কল- আউট।

যদিও দুই বল পরেই আবার নিজের মুন্সিয়ানা দেখালেন সৈকত। ওভারের শেষ বলটাতেই আবারও জোরালো আবেদন। এবার খুশদিলের শর্ট লেন্থের বলটা সেই আগের ধাচেই পিচিং আউট সাইড অফ হয়ে বেরিয়ে যাচ্ছিল। পিছিয়ে গিয়ে ফ্লিক খেলতে চেয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম। ব্যাটে বলে না হওয়ায় আবারও বেশ আত্নবিশ্বাসের সাথেই রিভিউ নিয়েছিলেন সোহান।

তবে ইমপ্যাক্ট ও আউট সাইড সাথে পিচিং ও আউটসাইড অফ। সো আউট হবার প্রশ্নই আসে না। সৈকত বুঝিয়ে দিলেন, ভুল করলেও তিনি হয়ত মাত্র একবারই করেন। এর আগেও এই একই ম্যাচেই তার বিরুদ্ধে দু’টি রিভিউ নিয়ে সফল হয়নি দুই দলের কেউই!

Share via
Copy link