একটা প্ল্যাকার্ড। সেটা ধরে দাঁড়িয়ে আছেন এতই ছোট্ট একটা মানুষ, যাকে প্ল্যাকার্ডের আড়ালে দেখাই যাচ্ছে না। এক প্ল্যাকার্ডে কাঁপাকাঁপা হাতে লিখে রাখা কিছু কথা। লিটন দাস প্ল্যাকার্ডটা দেখেছেন। ম্যাচের সময় সেই কথাগুলোই তাঁকে তাতিয়ে দিয়েছিল নিশ্চয়ই। লিটন গর্জে উঠেছিলেন। খেলেছেন ৭০ রানের অনবদ্য এক ইনিংস, দলকে ম্যাচ জিতিয়েছেন।
সেই ছোট্ট শিশুর সাথে দেখা করার লোভ সামলাতে পারেননি লিটন। টিম হোটেলে দু’জনের দেখা হয়ে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটা রিলও পোস্ট করেছেন লিটন। সেখানে দেখা যায়, হাস্যোজ্জ্বল লিটন ছোট্ট শিশুটির সাথে দাঁড়িয়ে আছেন।
কি লেখা ছিল সেই প্ল্যাকার্ডে? লেখা ছিল – ‘কেউ যদি তোমার পাশে না থাকে, তারপরও আমি শেষ ভক্ত হিসেবে তোমার পাশে থাকব।’ এই লেখার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটে আছে লিটন দাসের অফ ফর্মের ইতিহাস।
নিজেকে ফর্মে ফেরানোর লড়াইয়ের পাশাপাশি তাকে লড়াই করতে হচ্ছে নিজ দেশের দর্শকদের সাথেও। অবাক দৃষ্টিতে, অসহায় বদনে লিটন দাঁড়িয়ে সহ্য করেছেন দর্শকদের দুয়োধ্বনি। নিজভূমে দাঁড়িয়ে এমন দৃশ্য নিশ্চয়ই হৃদয়কে ছিড়েখুড়ে ফেলে। বিক্ষিপ্ত কাঁচের টুকরোর মত চুরমার হয়েছিল লিটনের অন্তর। এই দৃশ্যটা ভাইরাল হয়েছিল ফেসবুকে।
এরপর ঢাকা ক্যাপিটালস দলকে পাশে পেয়েছিলেন লিটন দাস। এরপরদিন মাঠে নেমে দেখলেন, তাঁর ভক্তের কোনো শেষ নেই!