বার্সা-বেনফিকা, ভুলে ভরা ম্যাচের গল্প

দুই হাত প্রসারিত করে আত্মসমর্পণের ভঙ্গি, লেখা অ্যাবসোল্যুট সিনেমা - বেনফিকার বিপক্ষে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটা বিখ্যাত সেই পোস্টারের বাস্তব উদাহরণ যেন। কি ছিল না সেই নব্বই মিনিটে? পুরো মাঠ জুড়ে উথাল-পাতাল ঢেউ বয়ে গিয়েছে। আর শেষ পর্যন্ত মাথা উঁচু করে মাঠ ছেড়েছেন রাফিনহা আর তাঁর দল। 

দুই হাত প্রসারিত করে আত্মসমর্পণের ভঙ্গি, লেখা অ্যাবসোল্যুট সিনেমা – বেনফিকার বিপক্ষে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটা বিখ্যাত সেই পোস্টারের বাস্তব উদাহরণ যেন। কি ছিল না সেই নব্বই মিনিটে? পুরো মাঠ জুড়ে উথাল-পাতাল ঢেউ বয়ে গিয়েছে। আর শেষ পর্যন্ত মাথা উঁচু করে মাঠ ছেড়েছেন রাফিনহা আর তাঁর দল।

৩০ মিনিটের মাথায় ৩-১ গোলে পিছিয়ে গিয়েছিল কাতালান জায়ান্টরা। তখনো বোঝা যায়নি কতটা নাটকীয়তা বাকি আছে – ক্রমেই সেটা স্পষ্ট হয়েছে। অবিশ্বাস্য, অকল্পনীয় সব দৃশ্যের অবতারণা ঘটেছে। দর্শকদের চোখ কপালে তুলে দেয়ার মত ঘটনা ঘটেছে প্রতিটা মুহূর্তে! চ্যাম্পিয়ন্স লিগের রাত আসলে এমনই হয়।

৬৮ মিনিটের সময়েও বার্সা পিছিয়ে ছিল ৪-২ গোলে, সেখান থেকে ৫-৪ গোলে জেতাটা কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? কোন রূপকথার গল্পে খুঁজে পাবেন এতটা বিস্ময়? ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রাফিনহা যখন বল পান তখনো নিশ্চিত ছিল না কিছুই, তবে ২ বনাম ১ পরিস্থিতি সত্ত্বেও দুর্দান্ত দক্ষতায় তিনি খুঁজে নিয়েছেন জালের ঠিকানা। তাতেই পূর্ণতা পেয়েছে প্রত্যাবর্তনের দুর্ধর্ষ কাব্যটা।

কিন্তু স্রেফ গোলের হিসেব দেখালেই সব বোঝা সম্ভব না। ম্যাচটা তো ভুলে ভরা জীবনের প্রতিচ্ছবি হয়ে থাকবে; শুরুটা করেছিলেন সেজনি, ওতামেন্ডির পাঠানো লং বল ক্লিয়ার করতে গিয়ে অ্যালেক্স বালদের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। সেই সুবাদে ফাঁকা গোলপোস্টে বল ঠেলে দেন ভ্যানগেলিস প্যাভলিদিস। খানিক বাদে পোলিশ গোলরক্ষক আবারো ভুল করেন, প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে বসেন তিনি। হ্যাটট্রিক পূর্ণ হয় প্যাভলিদিসের।

যদিও রাফিনহার হেডার ছাড়িয়ে গিয়েছে সবকিছুকে, ট্রুবিনের ক্লিয়ারেন্স তাঁর মাথায় লেগে চলে যায় জালে – সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসেরই অন্যতম অপ্রত্যাশিত গোল। এরপর তো আবার রোনাল্ড আরাউহো আবার আত্মঘাতী গোল করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন।

সব ভালো যার, শেষ ভাল তাঁর – বার্সেলোনা শেষটা করেছে সবচেয়ে ভাল উপায়েই। রাফিনহার পাশাপাশি লেওয়ানডস্কি আর তোরেসের গোলে অবিশ্বাস্য একটা জয় আদায় করে নিয়েছে তাঁরা। চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই, চলতি মৌসুমের যেকোনো প্রতিযোগিতায় এমন জয় নিঃসন্দেহে তাদের অনুপ্রেরণা জোগাবে।

Share via
Copy link