রিয়ালের সর্বনাশ হয়ে গেছে

ছোট পাখি, ছোট পাখি সর্বনাশ হয়ে গ্যাছে - রিয়াল মাদ্রিদ সমর্থকরা এখন বোধহয় এ গানটাই গাইছেন। তা নয়তো কি, রেলিগেশন জোনে থাকা একটা দলের বিপক্ষে হারের পর ভিন্ন কোন প্রতিক্রিয়া মাথায় আদৌ আসবে?

ছোট পাখি, ছোট পাখি সর্বনাশ হয়ে গেছে – রিয়াল মাদ্রিদ সমর্থকরা এখন বোধহয় এ গানটাই গাইছেন। তা নয়তো কি, রেলিগেশন জোনে থাকা একটা দলের বিপক্ষে হারের পর ভিন্ন কোন প্রতিক্রিয়া মাথায় আদৌ আসবে?

লা লিগার রিয়াল তো হারতেই ভুলে গিয়েছিল, গত বছরের ডিসেম্বরে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে পরাজয়ের পর থেকেই অপরাজিত তাঁরা। অথচ এবার টেবিলের তলানিতে থাকা এস্প্যানিওল লজ্জার সাগরে ডুবালো তাঁদের। সেই সাথে দলটার শিরোপার সঁপেও বড়সড় ধাক্কা লেগেছে।

এদিন শুরুটাই হয়েছিল দুঃসংবাদ দিয়ে, চোট শঙ্কায় দলের মূল ডিফেন্ডার অ্যান্টনি রুডিগারকে তুলে নিয়ে বাধ্য হন কার্লো আনচেলত্তি; ম্যাচের তখন মাত্র পনেরো মিনিট। তিক্ততা আরো স্থায়ী হয় ভিডিও অ্যাসিস্ট রেফারির প্রহসনে।

ভিনিসিয়াস জুনিয়র বল জালে জড়ালেও বিল্ড আপের সময় কিলিয়ান এমবাপ্পে ফাউল করেছেন এমন অজুহাতে গোল বাতিল করেন রেফারি। যদিও এমবাপ্পে সত্যিই ফাউল করেছিলেন কি না তা নিয়ে বির্তক করা যায়।

প্রথমার্ধে আর তেমন কিছু না হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে দ্বিগুণ ইন্টেন্সিটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে রিয়াল। একের পর এক শটে তাঁরা পরীক্ষা নিয়েছিল জোয়ান গার্সিয়ার, কিন্তু কিছুতেই কিছু হয়নি। সাত সাতটা সেভ দিয়ে তিনি অক্ষত রেখেছিলেন জাল।

একপ্রান্তে গার্সিয়া যখন আগুনের গোলা ঠেকাতে ব্যস্ত অন্যপ্রান্তে কার্লোস রোমেরো তখন স্বাগতিক দর্শকদের উপহার দিয়েছেন জীবনের সেরা অভিজ্ঞতা।

কুইক কাউন্টারে দুর্দান্ত এক গোল করে লস ব্ল্যাঙ্কোসদের হতবাক করে দেন তিনি, আর শেষপর্যন্ত সেই গোলেই অবিশ্বাস্য একটা জয় পায় স্বাগতিকরা। অবশ্য এমবাপ্পেকে ওভাবে ট্যাকেল করার পরও যে রোমেরো লাল কার্ড হজম করেননি সেজন্য ভাগ্যকে ধন্যবাদ দিতে পারেন।

ভিনি, রদ্রিগো, এমবাপ্পে, বেলিংহ্যাম – কেন যেন পারফেক্ট ফাইনাল টাচ দিতে পারেননি কেউ, সেই সাথে গার্সিয়ার অতিমানবীয় গোলকিপিং তো ছিলই। ৭৬ ভাগ বলের দখল, মৌসুমের সর্বোচ্চ ৭২৪ পাস, ২১টা শট আর আটটা কর্নার; বিনিময়ে দলটা পেলো না কিছুই।

আগামী সপ্তাহেই মহাগুরুত্বপূর্ণ মাদ্রিদ ডার্বি, এক পয়েন্ট পিছনে থাকা অ্যাতলেটিকো কি চাপে থাকা রিয়ালকে আরো চাপে ফেলে দিবে? রিয়াল সমর্থকদের শঙ্কা আসলে এটাই।

Share via
Copy link