এই সপ্তাহেই ঢাকায় ফিরবেন সাকিব!

সাকিব ফিরছেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় ক্রিকেটার ফিরবেন তাঁর চেনা আঙিনায় — এটাই তো আপাতত বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় খবর! কে জানে, হয়তো আবারও জাতীয় দলের জার্সিটা গায়ে উঠবে তাঁর।

অপেক্ষার ইতি টানতে চলেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় মহারথী। সাকিব আল হাসান ফিরছেন দেশে! দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলবেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসতে চেয়েছিলেন। কিন্তু, জনরোষের মুখে সেবার আসতে পারেননি। তবে, এবার সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন সাকিব। ফলে, তাঁর দেশে ফিরতে কোনো বাঁধা নেই। অপেক্ষার প্রহর দীর্ঘ হয় না চিরকাল!

সপ্তাহের শেষে ঢাকায় পা রাখবেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাঁর ফেরাটা শুধু একটা যাত্রা নয়, এটা নতুন শুরু। একসময় যে লিগ ছিল তাঁর প্রতিদিনের রুটিন, সেই লিগেই আবার দেখা যাবে চেনা রূপে।

এই মুহূর্তে সাকিব আছেন আমেরিকায়, পরিবারের সাথে। সেখান থেকে ইংল্যান্ডের বিমান ধরবেন সাকিব, উদ্দেশ্য—বোলিং অ্যাকশনের পরীক্ষা। বল হাতে আবার সেই চেনা ছন্দ ফিরে পাওয়ার মিশন শুরু হবে নতুনভাবে। সাত মাস পর ফিরবেন দেশে। জুলাই আন্দোলনের সময় তাঁর নীরবতা ছাত্রজনতাকে ব্যথিত করে।

যদিও, সেসব কিছু এখন অতিত। লেজেন্ডস অব রূপগঞ্জের জার্সি গায়ে চাপাবেন সাকিব। দলের কর্ণধার। লুৎফর রহমান বাদলের কণ্ঠেও তৃপ্তির সুর। রেজিস্ট্রেশনের সকল আনুষ্ঠানিকতা সেরে তিনি বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরে আসছেন, এটাই সবচেয়ে বড় খবর!’

হ্যা, সাকিব ফিরছেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় ক্রিকেটার ফিরবেন তাঁর চেনা আঙিনায় — এটাই তো আপাতত বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় খবর! কে জানে, হয়তো আবারও জাতীয় দলের জার্সিটা গায়ে উঠবে তাঁর।

Share via
Copy link