আইপিএলের খুব বেশি বাকি নেই আর, দলগুলো জোরেশোরে প্রস্তুতি নিতে শুরু করেছে। স্কোয়াড গুছিয়ে শেষবারের মত পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে তাঁরা। আর স্কোয়াড বিবেচনায় সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে এমন কয়েকজন তারকা রয়েছেন যাদের সামর্থ্য আছে ম্যাচ উইনার হয়ে উঠার – নিজেদের সেই সামর্থ্য প্রমাণে মুখিয়ে আছে এই তারকারা।
- ঈশান কিষাণ
দক্ষিণ আফ্রিকার সফর থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাওয়ার পর ঈশান কিষাণের জীবনে নেমে এসেছিল ঘোর অন্ধকার। জাতীয় দলে আর ফেরা হয়নি তাঁর, এখন তো নির্বাচকদের ভাবনাতেও নেই তিনি। তবে রোহিত, বিরাটের অবসরে টি-টোয়েন্টি দলে শূন্যতা তৈরি হয়েছে; তাই নতুন করে চাইলে স্বপ্ন দেখতে পারেন তিনি। কিন্তু সেজন্য এবারের আসরে দুর্দান্ত কিছু করতে হবে তাঁকে।
আইপিএলে ইতোমধ্যে তিনবার চারশের বেশি রান করার কীর্তি আছে ঈশানের; গত মৌসুমে অবশ্য ৩২০ রান করেছেন, তবে সেটা প্রায় ১৫০ স্ট্রাইক রেটে। পকেট ডায়নামো খ্যাত এই ব্যাটার নতুন দলের হয়ে এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন নিশ্চয়ই। আর সেটা হলে আন্তর্জাতিক ক্রিকেটের স্বপ্ন পুনরায় দেখতে পারবেন তিনি।

- রাহুল চাহার
প্রতিভার ঝুলি নিয়ে হাজির হয়েছিলেন রাহুল চাহার; ২০১৯ থেকে ২০২১ – টানা তিন বছর উড়ন্ত ফর্মে ছিলেন তিনি, ২০২১ বিশ্বকাপেও খেলেছিলেন। কিন্তু এরপর আর পুরনো ছন্দে দেখা যায়নি তাঁকে। যদিও হায়দ্রাবাদের জার্সিতে আবার নতুন শুরুর অপেক্ষায় আছেন এই লেগি, বিশেষ করে প্যাট কামিন্সের মত অধিনায়কের নেতৃত্বে যেকোনো বোলারের জন্য সেরাটা দেয়া সহজ হয়ে যায়।
ওয়াংখেড়ের ফ্ল্যাট উইকেটে ভাল করার রেকর্ড আছে রাহুলের, তাই হায়দ্রাবাদের ব্যাটিং স্বর্গে তাঁর ভয় পাওয়ার কিছু নেই। বরং মাঝের ওভারে দলকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিবেন তিনি সেটাই প্রত্যাশা করছে টিম ম্যানেজম্যান্ট।

- অভিনব মনোহর
অভিনব মনোহরকে ভাবা হয় ভারতের সবচেয়ে উদীয়মান পাওয়ার হিটারদের একজন। কিন্তু আইপিএলে এখনো সেই ভাবনার প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তবে এবার ব্যর্থতার জাল ছিঁড়ে বেরিয়ে আসার সুযোগ আছে তাঁর সামনে; হায়দ্রাবাদের ম্যানেজম্যান্ট আগ্রাসন পছন্দ করে, তাই এই ব্যাটার পূর্ণ স্বাধীনতা পাবেন নিজের মত খেলার।
সবচেয়ে বড় কথা অভিনব এখন আছেন জীবনের সেরা ফর্মে। সবশেষ মহারাজা টি-টোয়েন্টি কাপে ১৯৬ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি, এরপর আবার মুস্তাক আলী ওয়ানডে ট্রফিতে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৭। এছাড়া বিজয় হাজারে ট্রফিতে ১৪৫ স্ট্রাইক রেট এবং ৪৭ গড়ে ২৩৫ রান করেছেন তিনি। এখন কেবল এই উত্তাপ আইপিএলে বয়ে নিয়ে আসার পালা।











