বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আইপিএলের কিংবদন্তিরা

গত কয়েক মৌসুম ধরেই মহেন্দ্র সিং ধোনির বিদায় নিয়ে আলোচনা চলছে ক্রিকেটাঙ্গনে। কিন্তু কখনোই তিনি সেরকম কোন ইঙ্গিত দেননি; তবে হাঁটুর ইনজুরির কারণে ২০২৪ আইপিএলে অনেকটাই গুটিয়ে গিয়েছিলেন। তবে কি এ বছরই নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন এই মহারথী, আরো একটা শিরোপা জিতে হাত নেড়ে বিদায় বলে দিবেন? তাঁর ব্যাপারে অবশ্য আগে থেকে কিছু বলা মুশকিল। 

উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় শুরু হয়ে গিয়েছে আইপিএলের এবারের আসর। নিজের প্রিয় তারকাদের একসাথে দেখার খুশি তো লুকিয়ে রাখা যায় না। তবে খুশির মাঝেও রয়েছে খানিকটা বিষন্নতার ছাপ, কেননা এটাই হতে পারে বেশ কয়েকজন কিংবদন্তির শেষ আইপিএল!

  • মহেন্দ্র সিং ধোনি (চেন্নাই সুপার কিংস)

গত কয়েক মৌসুম ধরেই মহেন্দ্র সিং ধোনির বিদায় নিয়ে আলোচনা চলছে ক্রিকেটাঙ্গনে। কিন্তু কখনোই তিনি সেরকম কোন ইঙ্গিত দেননি; তবে হাঁটুর ইনজুরির কারণে ২০২৪ আইপিএলে অনেকটাই গুটিয়ে গিয়েছিলেন। তবে কি এ বছরই নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন এই মহারথী, আরো একটা শিরোপা জিতে হাত নেড়ে বিদায় বলে দিবেন? তাঁর ব্যাপারে অবশ্য আগে থেকে কিছু বলা মুশকিল।

  • রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স) 

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার ট্রফি জিতিয়েছেন রোহিত শর্মা, নিজে জিতেছেন ছয়বার। আইপিএলে তাই তাঁর অতৃপ্তির জায়গা নেই বললেই চলে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন তিনি, তাই এবারের আইপিএল শেষে যদি আইপিএলকে বিদায় বলে দেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

  • বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)

রান করার ক্ষেত্রে বিরাট কোহলি এখনো অনন্য, গত বছরই তো পনেরো ইনিংসে ৭৪১ রান করে ফেলেছিলেন। ফিল্ডিংয়েও এখনো বয়সের ছাপ পড়েনি, তবে একটা আইপিএল ট্রফির আক্ষেপ তাঁকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তো অবসর নিয়েছেনই, রজত পতিদারের অধীনে যদি ট্রফির আক্ষেপ মিটে যায় তাহলে হয়তো এই ফরম্যাটের ঘানি আর টানবেন না বিরাট।

  • ফাফ ডু প্লেসিস (দিল্লি ক্যাপিটালস)

দক্ষিণ আফ্রিকার জার্সি বহু আগে খুলে রাখলেও ফ্রাঞ্চাইজি লিগেও এখনো ফাফ ডু প্লেসিস হটকেক। গত মৌসুমে তো ব্যাঙ্গালুরুকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্লে-অফে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু বয়স ইতোমধ্যে চল্লিশের গন্ডি পেরিয়ে গিয়েছে, এবার বোধহয় থামার কথা ভাবছেন ডু প্লেসিস। তবে এর আগে দিল্লিকে প্রথম শিরোপা এনে দিতে চাইবেন নিশ্চয়ই।

  • সুনীল নারিন (কলকাতা নাইট রাইডার্স)

কলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে বলা যায় সুনীল নারিনকে। দলের জন্য অবদান রাখতে রাখতে বোলার থেকে অলরাউন্ডার হয়ে উঠেছেন তিনি। গত মৌসুমে তো পুরোদস্তুর অলরাউন্ডারের মত পারফরম করেছিলেন, সেঞ্চুরি সহ ৪৮৮ রান এসেছিল তাঁর ব্যাট থেকে আর উইকেট পেয়েছিলেন ১৭টা! ফর্মের চূড়ায় থেকে যদি অবসর নিতে চান নারিন তাহলে এটাই তাঁর মোক্ষম সুযোগ।

  • আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স)

নারিনের মতই কলকাতা নাইট রাইডার্সকে হাতের তালুর মত চেনেন আন্দ্রে রাসেল। সাম্প্রতিক বছরগুলোতে তাঁকে অবশ্য চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে। ধারাবাহিক পারফরম করলেও বারবার ছন্দপতন নিশ্চয়ই পছন্দ হবে না ক্যারিবীয় তারকার, সেক্ষেত্রে সরে দাঁড়ানোর অপশন বেছে নিলেও নিতে পারেন তিনি।

Share via
Copy link