পান্ত বনাম আইয়ার – পারফরম্যান্সে দুই মেরু!

আইপিএল ইতিহাসে রেকর্ড গড়ে পাঞ্জাবে গিয়েছিলেন আইয়ার। পান্তও তাই। তাঁকে আকাশচুম্বি দড়ে লখনৌ সুপার জায়ান্টস দ ভেড়ায়। পাঞ্জাবের টাকা রান হয়ে ফিরে আসলে লখনৌর ভাগ্য সহায় নয়।

পাঞ্জাব কিংস ঋষাভ পান্তকে না আবার কিনে ফেলে! মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে পাশে নিয়ে বলেছিলেন পান্ত নিজেই। পাঞ্জাব কিংসও পরে কড়া করে উত্তর দিয়েছিল — ‘টেনশন তো অকশনে শেষ!’ কারণ, তাঁদের আছেন শ্রেয়াস আইয়ার।

আইপিএল ইতিহাসে রেকর্ড গড়ে পাঞ্জাবে গিয়েছিলেন আইয়ার। পান্তও তাই। তাঁকে আকাশচুম্বি দড়ে লখনৌ সুপার জায়ান্টস দ ভেড়ায়। পাঞ্জাবের টাকা রান হয়ে ফিরে আসলে লখনৌর ভাগ্য সহায় নয়।

ভাগ্যের পরিহাস হাড়ে হাড়ে টের পাচ্ছেন পান্ত। টানা ব্যর্থ তিনি আইপিএলে। কেবল মুখেই রান করছেন, ব্যাটে নয়। আইপিএলের চলতি আসরে পান্ত ব্যাটিংয়ে চূড়ান্ত বাজে সময় কাটাচ্ছেন।

০, ১৫ বলে ১৫ আর ৫ বলে দুই – নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়েই সংকটে পরে যাচ্ছেন পান্ত। এখন পান্তের জন্য সব ম্যাচ যেন নতুন করে ‘টেনশন’ তৈরি করছে!

অন্যদিকে আইয়ার অনবদ্য গতিতে ছুটছেন পাঞ্জাবের হয়ে। প্রথম ম্যাচে ৯৭, পরের ম্যাচ ৫২। দু’টো ম্যাচেই অপরাজিত। যাক, এতদিন পর এসে একজন বাজির ঘোড়া পেয়ে গেছে প্রীতি জিনতার দল।

Share via
Copy link